ভোটের ফল প্রকাশ হতেই শুটিংয়ে ফিরছেন দেব-মিমি-নুসরৎ

কলকাতা: দু’মাসের রাজনৈতিক অভিযান শেষে ফের শুটিং ফ্লোরে ফিরছেন তারকারা। শাসকদলের তিন তারকা প্রার্থী দেব-মিমি-নুসরৎ এখন অপেক্ষা করছেন দিল্লিতে গিয়ে সাংসদের শপথ নেওয়ার জন্য। কারণ প্রত্যেকেরই হাতে প্রচুর কাজ জমে রয়েছে। ঘাটালে বিজেপির ভারতী ঘোষকে সদ্য হারিয়ে দ্বিতীয়বারের জন্য সাংসদ হয়েছেন দীপক অধিকারী ওরফে দেব। ২৩ মে ফল বেরোতেই তিনি ব্যস্ত হয়ে পড়েছেন ‘পাসওয়ার্ড’ ছবির

3 stocks recomended

কলকাতা: দু’মাসের রাজনৈতিক অভিযান শেষে ফের শুটিং ফ্লোরে ফিরছেন তারকারা। শাসকদলের তিন তারকা প্রার্থী দেব-মিমি-নুসরৎ এখন অপেক্ষা করছেন দিল্লিতে গিয়ে সাংসদের শপথ নেওয়ার জন্য। কারণ প্রত্যেকেরই হাতে প্রচুর কাজ জমে রয়েছে।

ঘাটালে বিজেপির ভারতী ঘোষকে সদ্য হারিয়ে দ্বিতীয়বারের জন্য সাংসদ হয়েছেন দীপক অধিকারী ওরফে দেব। ২৩ মে ফল বেরোতেই তিনি ব্যস্ত হয়ে পড়েছেন ‘পাসওয়ার্ড’ ছবির শুটিংয়ে। এই উপলক্ষ্যে পুরুলিয়ায় রয়েছেন ঘাটালের সাংসদ। নিজের ট্যুইটার হ্যান্ডলে দুটি ছবি শেয়ার করে সেটাই জানিয়ে দিয়েছেন ‘আবার শুটিংয়ে ফেরা, জীবনে ফেরা’। পাশাপাশি আটকে থাকা ‘হবুচন্দ্র রাজা, গবুচন্দ্র মন্ত্রী’ ছবির কাজও শীঘ্রই শুরু করবেন তিনি। বসিরহাটে ৩ লক্ষের বেশি ভোটে জেতা গ্ল্যামার কুইন নুসরৎ জাহান আবার সাংসদ হিসেবে কাজকেই প্রাধান্য দিচ্ছেন।

বসিরহাটের উন্নয়নের বেশ কিছু পরিকল্পনা তাঁর রয়েছে বলে ট্যুইটও করেছে তিনি। তবে সূত্রের খবর, তার আগেই প্রেমিক নিখিল জৈন-এর সঙ্গে বিয়েটা সেরে ফেলতে চান নুসরৎ। দেশের বাইরেই কোথাও বিয়ে করবেন বলে ঠিক হয়েছে। যাদবপুর থেকে জয়ী মিমি চক্রবর্তীও আপাতত বন্ধু নুসরতের মতো কয়েকদিন পরে শুটিং ফ্লোরে ফিরবেন বলে ঠিক করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − 7 =