মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকেই জট কাটল টলিপাড়ার! সুখবর দিলেন দেব

কলকাতা: পরিচালক ও টেকনিশিয়ানদের সমস্যার জেরে টলিপাড়ায় বন্ধ হয়েছে লাইট-ক্যামেরা-অ্যাকশন৷ পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে শুরু হওয়া সমস্যার সামাধান খুঁজতে মঙ্গলবার দুপুরে নবান্নে পৌঁছলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-দেবরা৷…

কলকাতা: পরিচালক ও টেকনিশিয়ানদের সমস্যার জেরে টলিপাড়ায় বন্ধ হয়েছে লাইট-ক্যামেরা-অ্যাকশন৷ পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে শুরু হওয়া সমস্যার সামাধান খুঁজতে মঙ্গলবার দুপুরে নবান্নে পৌঁছলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-দেবরা৷ পরিচালক বনাম টেকনিশিয়ান-ফেডারেশনের সমস্যার জট কাটাতে ডাকা হয়েছিল গৌতম ঘোষকেও৷ ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও। বৈঠকের পর স্বস্তির খবর শোনালেন দেব।

 

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেব লেখেন, ধন্যবাদ দিদি। আশা করছি সন্ধ্যের মধ্যে সব সমস্যা মিটে যাবে। আমরা কাল থেকেই ফের শুটিং শুরু করতে পারব। টেকনিশিয়ানস, প্রযোজক, পরিচালক ও স্টেকহোল্ডার সকলকে ধন্যবাদ৷ দেবের এই বার্তার পর মনে করা হচ্ছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকেই মিলেছে রফা সূত্র৷ তবে রাহুলকে নিয়ে কী সিদ্ধান্ত হয়েছে তা এখনও স্পষ্ট নয়৷ মুখ্যমন্ত্রীই বা কী বার্তা দিয়েছেন, তাও এখনও জানা যায়নি৷