কলকাতা: অবশেষে করোনা মুক্তি দেবের হাউজ ম্যানেজার। সম্প্রতি একথা জানিয়েছেন অভিনেতা নিজেই। তিনি এও জানিয়েছেন তিনি নিজে এখন সম্পূর্ণ সুস্থ।
গত ২৫ আগস্ট করোনায় আক্রান্ত হয়েছিলেন দেবের হাউজ ম্যানেজার উত্তম। দেব টুইটারে সেকথা জানিয়েছিলেন। বলেছিলেন, তাঁর দীর্ঘদিনের হাউজ ম্যানেজার এবং দলের অন্যতম সদস্য উত্তমের করোনা হয়েছে। সম্প্রতি তাঁর করোনা পরীক্ষা করা হয়েছিল। টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। কিন্তু উত্তম উপসর্গহীন বলে জানিয়েছিলেন দেব। তাই তাঁকে আপাতত হাসপাতালে ভর্তি করা হচ্ছে না বলেও ছিল খবর। বাড়িতে ১৪ দিন কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা চলে উত্তমের। অনুরাগীদের কাছে দেবে অনুরোধ করেছিলেন, কেউ যেন তাঁকে বা তাঁর পরিবারের বাকি সদস্যদের নিয়ে আতঙ্ক না ছড়ান। কারণ তিনি ও তাঁর পরিবারের সবাই আপাতত সুস্থ রয়েছেন। তাঁদের করোনা পরীক্ষা করা হয়েছিল এবং পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলেও জানিয়েছিলেন অভিনেতা। তবে সতর্কতার খাতিরে আপাতত দেব এবং পরিবারের প্রত্যেককে ১৪ দিন কোয়ারেন্টাইনে ছিলেন। তারপর থেকেই হোম আইসোলেশনে ছিলেন অভিনেতা। এরপর শনিবার টুইটারে তিনি জানিয়েছেন, তাঁর হাউজ ম্যানেজার এখন করোনা মুক্ত। তিনি সুস্থ রয়েছেন।
Thanx for all ur good wishes..#Uttam is now COVID negative 🙏🏻.N he is absolutely fine so are we all,as me n my members of the house have also tested negative 🙏🏻 pic.twitter.com/H92XRpjo8E
— Dev (@idevadhikari) September 5, 2020
null
অন্যদিকে ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়ও করোনা আক্রান্ত হয়েছিলেন। কিছুদিন আগে সেই খবর প্রকাশ্যে এসেছিল। অভিনেত্রীর ছেলেও করোনা আক্রান্ত হয়েছিলেন বলে শোনা গিয়েছিল। দেবযানী জানান, ১১ দিন ধরে তিনি করোনা আক্রান্ত। কিন্তু এখন কোনও শারীরিক সমস্যা তাঁর নেই। তবে একবার পরীক্ষা না করে কিছু জানা যাবে না বলে মন্তব্য করেন তিনি। পরীক্ষা করার পরই তিনি করোনা মুক্ত কি না তা বলা যাবে। তবে করোনা আক্রান্ত হয়েও কাজ বন্ধ নেই দেবযানীর। গৃহবন্দি অবস্থাতেই মোবাইল ফোনে শুট করেন তিনি। তবে তিনিই প্রথম নন যিনি ঘরে থেকে কাজ করছেন। এর আগে করোনা আক্রান্ত হয়ে বাড়িতে থেকেই শুটিং করেছিলেন ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের অভিনেতা নীল ভট্টাচার্য।