নতুন কাজ ফেরাবে দীপিকার পুরোনো প্রেম?

ওঁদের প্রেম নিয়ে চর্চা প্রথমদিন থেকেই। সেই ‘বচনা এ হাসিনো’থেকে। তারপর ওঠা-পড়া, ভাঙা-গড়ার মাঝেই কোথাও হারিয়ে যায় তাদের প্রেম। আশাহত হয় তাঁদের ভক্তরা। কারণ তাঁরা যে প্রাণপনে চেয়েছিলেন যেন এই জুটি রিল ছেড়ে রিয়েলেও জুটি বাঁধুন। কিন্তু সব কিছু তো ইচ্ছে মতো হয় না। আজ তাঁরা দুজনই খুঁজে নিয়েছেন অন্য মনের মানুষ। তবে এই যুগলকে

নতুন কাজ ফেরাবে দীপিকার পুরোনো প্রেম?

ওঁদের প্রেম নিয়ে চর্চা প্রথমদিন থেকেই। সেই ‘বচনা এ হাসিনো’থেকে। তারপর ওঠা-পড়া, ভাঙা-গড়ার মাঝেই কোথাও হারিয়ে যায় তাদের প্রেম। আশাহত হয় তাঁদের ভক্তরা। কারণ তাঁরা যে প্রাণপনে চেয়েছিলেন যেন এই জুটি রিল ছেড়ে রিয়েলেও জুটি বাঁধুন।

কিন্তু সব কিছু তো ইচ্ছে মতো হয় না। আজ তাঁরা দুজনই খুঁজে নিয়েছেন অন্য মনের মানুষ। তবে এই যুগলকে এখনও স্ক্রিনে ভক্তরা দেখতে চান,তা নিয়ে সন্দেহ নেই। এতোক্ষণে নিশ্চই বুঝতেই পেরে গেছেন কাদের কথা বলা হচ্ছে। ঠিক ধরেছেন, দীপিকা পাডুকোন ও রণবীর কাপুর। আবারও এই জুটিকে এক সাথে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে অনুরাগ বসুর পরবর্তী ছবিতে। এই প্রথমবার পরিচালক অনুরাগ বসু কাজ করবেন দীপিকার সঙ্গে। সম্প্রতি রনবীর ও দীপিকাকে দেখা গেছে একটি বিজ্ঞাপনে। শেষবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করেন ইমতিয়াজ আলির তামাশাতে। ফের একসাথে এই জুটিকে দেখা যাবে জেনে অপেক্ষায় ভক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =