মুম্বই: বলিউডের অভিনেতা অভিনেত্রী মানেই ফিগার থাকতে হবে আকর্ষণীয়। একটু স্থূলত্বের দিকে গেলে অভিনেত্রীদের শুনতে হয় অনেক বাঁকা মন্তব্য। এই নিয়ে আগে একাধিকবার মুখ খুলেছেন বিদ্যা বালান। এবার সেই তালিকায় যোগ হলেন টেলিভিশন অভিনেত্রী দীপিকা সিংহ।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে এ খবর জানিয়েছেন দীপিকা। বলেছেন মোটা হওয়ার জন্য একাধিকবার সমালোচনার শিকার হতে হয়েছিল তাঁকে। টেলিভিশনের জনপ্রিয় 'দিয়া অর বাতি হাম' ধারাবাহিকে অভিনয় করতেন দীপিকা। মুখ্য ভূমিকায় অভিনয় করতেন তিনি। তখন তাঁর ফিগার ছিল ঠিকঠাক। কিন্তু গর্ভধারণের সময় মোটা হয়ে যান দীপিকা। আর তখন থেকেই বাঁকা মন্তব্যের শিকার হতে হয় তাঁকে। একটি সর্বভারতীয় টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে একথা জানান অভিনেত্রী। বলেন, গর্ভধারণের সময় স্বাভাবিকভাবেই তাঁর দেহের ওজন বৃদ্ধি পেয়েছিল। মোটা হয়ে গিয়েছিলেন তিনি। স্বাভাবিক নিয়মেই তা হয়েছিল। কিন্তু গর্ভধারণের পরেও তাঁর স্থূলতা কাটেনি। সেই কারণে নেটিজেনদের শিকার হতে হয়েছিল তাঁকে। অনেকেই তার মোটা হওয়া নিয়ে ব্যঙ্গ করেছিলেন। কিন্তু সেগুলি কে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন দীপিকা।
অভিনেত্রী জানান তিনি সেই নেতিবাচক মন্তব্যগুলো খুব গুরুত্ব সহকারে দেখেন। তাই নিয়মিত জিমে যেতেন তিনি। কোনওদিন বাদ দিতেন না। যে মন্তব্যগুলি তাঁকে শুনতে হচ্ছিল সেখানে থেকে অব্যাহতি পেতে উঠে পড়ে লেগেছিলেন দীপিকা। অভিনেত্রী এও জানিয়েছেন যদি তিনি রাতে নাও ঘুমোতেন, তবু তিনি কখনও জিম কামই করতেন না। অর্থাৎ নিয়মিত কাজকর্ম বাদ দিলেও জিমে প্রতিদিন যেতেন তিনি। অভিনেত্রী আরও জানান তিনি এই সমস্ত নেতিবাচক মন্তব্যের স্ক্রিনশট নিয়ে রাখতেন এবং সেগুলি নিজের ফোনের ওয়ালপেপার হিসেবে আজও রেখে দিয়েছেন। যখনই তিনি অলস বোধ করেন তখনই সেই মন্তব্যগুলি দেখেন। আর তার ফলে জিমে যেতে আলাদা রকমের উৎসাহ পান তিনি। তিনি চান না যে তাঁকে অতীতে যা সহ্য করতে হয়েছে সেটাকে বর্তমানে বা ভবিষ্যতে সহ্য করতে হোক। তাই চেষ্টার কোনও রকম কসুর করেন না দীপিকা। এর জন্য কার্ডিও সহ একাধিক একটি এক্সারসাইজ করেন তিনি। নিয়মিত সাইকেল চালান। ডায়েটেও বদল এনেছেন দীপিকা। শেষমেশ সেই সমস্ত সমালোচনা মুছে গিয়েছে তাঁর গা থেকে। এখন মোটা হওয়ার কারণে ব্যঙ্গের শিকার হতে হয় না দীপিকাকে। কিন্তু সেই সময় যেভাবে তাঁকে ট্রোল করা হয়েছিল সেগুলি আজও ভুলতে পারেন অভিনেত্রী।