NCB-র জেরার মুখোমুখি দীপিকা-শ্রদ্ধা-সারা, কীভাবে চলছে ম্যারাথন জেরা?

সুশান্ত সিং রাজপুত মৃত্যুর তদন্তের সঙ্গে জড়িত ড্রাগ চক্রের তদন্তে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর এবং সারা আলি খানকে জিজ্ঞাসাবাদ করছে। শনিবার সকালেই মুম্বইয়ে NCB-র অফিসে পৌঁছেছেন দীপিকা পাড়ুকোন ও শ্রদ্ধা কাপুর। এখনও চলছে জিজ্ঞাসাবাদ। কিছুক্ষণ আগে সেখানে পৌঁছেছেন সারা আলি খানও। জানা গিয়েছে তিন অভিনেত্রীকে আলাদা আলাদা বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

মুম্বই: সুশান্ত সিং রাজপুত মৃত্যুর তদন্তের সঙ্গে জড়িত ড্রাগ চক্রের তদন্তে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর এবং সারা আলি খানকে জিজ্ঞাসাবাদ করছে। শনিবার সকালেই মুম্বইয়ে NCB-র অফিসে পৌঁছেছেন দীপিকা পাড়ুকোন ও শ্রদ্ধা কাপুর। এখনও চলছে জিজ্ঞাসাবাদ। কিছুক্ষণ আগে সেখানে পৌঁছেছেন সারা আলি খানও। জানা গিয়েছে তিন অভিনেত্রীকে আলাদা আলাদা বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

দীপিকা পাডুকোনকে মুম্বাইয়ের কোলাবার এভলিন গেস্ট হাউসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যেখানে নার্কোটিক্স ব্যুরোর বিশেষ তদন্ত দল একটি সাময়িক অফিস তৈরি করেছে। অভিনেত্রী সারা আলি খান ও শ্রদ্ধা কাপুর এনসিবির বলার্ড এস্টেট অফিসে রয়েছেন। শুক্রবার জিজ্ঞাসাবাদ করা হয় দীপিকার ম্যানেজার কারিশ্মাকে। শনিবার ফের তাঁকে ডেকে পাঠানো হয়েছে। তিনিও দ্বিতীয় দিনের জন্য জিজ্ঞাসাবাদের জন্য এনসিবি অফিসে পৌঁছেছেন। সূত্রের খবর, অভিনেত্রী রকুল প্রীত সিংয়ের চেয়ে দীপিকাকে জিজ্ঞাসাবাদ অনেক বেশি সময় ধরে চলবে। রকুল প্রীতকে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল NCB। তদন্তকারী এই সংস্থা রকুল প্রীত সিং এবং কারিশ্মা প্রকাশকে হোয়াটসঅ্যাপ চ্যাটের বিষয়বস্তু নিয়ে প্রশ্ন করেছিল। সেখানে অভিযোগ করা হয়েছিল যে গাঁজা সেবন করার জন্য কেনার কথা উল্লেখ ছিল। 

১৪ জুন সুশান্ত সিং রাজপুতকে তার মুম্বাইয়ের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যাওয়ার তিন মাস পরে অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ দিয়ে বলিউডের ড্রাগের যোগসূত্রগুলির তদন্ত শুরু হয়েছিল। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে জানানো হয়েছে যে বলিউডের প্রথম সারির অনেকেই ড্রাগ নেন। এখনও পর্যন্ত এই মামলায় অভিনেত্রীদেরই নাম উঠে এসেছে। কোনও অভিনেতার ড্রাগ তদন্ত মামলায় অভিযুক্ত হিসাবে নাম ওঠেনি। এই নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। গ্রেফতারের আগে জিজ্ঞাসাবাদ চলাকালীন রিয়া চক্রবর্তী ড্রাগর ব্যবহারের অভিযোগে সারা আলি খান ও রকুল প্রীত সিংহ সহ তারকাদের নাম দিয়েছেন বলেন। 

সারা আলি খান ‘কেদারনাথ’ ছবিতে সুশান্ত সিং রাজপুতের সহ অভিনেতাও ছিলেন। বম্বে হাইকোর্টের সামনে রিয়া চক্রবর্তীর জামিন আবেদন অনুযায়ী, শুটিংয়ের সময় সুশান্ত ড্রাগের অভ্যাস গড়ে তুলেছিলেন। সুশান্ত সিং রাজপুতের পরিবার তাদের আইনজীবী বিকাশ সিংয়ের মাধ্যমে অভিযোগ তুলেছেন এনসিবির তদন্তও মুম্বই পুলিশের তদন্তের মতো একই দিকে চলছে। কেবল অ্যাটেনশন পেতে বড় বড় নাম তুলে তাদের জিজ্ঞাসাবাদ হচ্ছে। এই তদন্তের নির্দেশনার বিরুদ্ধে তাদের অসন্তুষ্টিও প্রকাশ করেছে সুশান্তের পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 20 =