বিকিনিতে উন্মুক্ত উরু, রণবীরের বন্ধুর সঙ্গে অন্তরঙ্গ দীপিকা! ফাঁস হল ছবি

বিকিনিতে উন্মুক্ত উরু, রণবীরের বন্ধুর সঙ্গে অন্তরঙ্গ দীপিকা! ফাঁস হল ছবি

মুম্বই:  নীল সাগরের পাড়ে সিদ্ধান্তের সঙ্গে অন্তরঙ্গ দীপিকা৷ জড়িয়ে ধরে তাঁর ঠোঁটে এঁকে দিলেন চুমু৷ কখনও আবার বিকিনিতে উন্মুক্ত বালি মাখা উরু, আর খোলা চুলে তিনি ডুব দিলেন সিদ্ধান্তের চোখে৷ প্রকৃতিক সৌন্দর্যে নয়, তিনি মজলেন সিদ্ধান্তে৷ দীপিকার অপলক দৃষ্টিজুড়ে রইলেন হ্যান্ডসাম হাঙ্ক৷ শকুন বাত্রা পরিচালিত তাঁর আসন্ন ছবির এমনই কিছু স্থির চিত্র সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন রণবীর ঘরনী৷ 

আরও পড়ুন- পানামা পেপার মামলায় ঐশ্বর্য রাই বচ্চনকে এবার তলব করল ED

দীপিকা, সিদ্ধান্ত ছাড়াও এই ছবিতে রয়েছেন অনন্যা পাণ্ডে এবং ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ খ্যাত ধৈর্য্য কারওয়া।  আজই বহু প্রতীক্ষিত এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে৷ সেই সঙ্গে প্রথমবার প্রকাশ্যে এসেছে ছবির নামও৷ ধর্মা প্রোডাকশনের এই বহুচর্চিত ছবির নাম ‘গেহরাইয়া’। মূলত সম্পর্কের টানাপোড়েন নিয়ে এই ছবি৷ দীপিকা সোশ্যাল মিডিয়ায় যে কটি ছবি শেয়ার করেছেন, তার মধ্যে আরও একটি ছবি নেটিজেনদের নজর কেড়েছে৷ যেখানে দেখা যাচ্ছে সূর্যাস্তে মগ্ন সিদ্ধান্তের কাঁধে মুখ লুকিয়ে রয়েছেন দীপিকা। দু’জনের এই রোম্যান্টিক ছবিতে মন হারিয়েছে তাঁদের অনুগামীরা৷ 

দীপিকা

ছবি শেয়ারের সঙ্গে সঙ্গে দীপিকা লিখেছেন, ‘‘হ্যাঁ… একটু বেশি অপেক্ষা করতে হল। কিন্তু কথায় আছে না সবুরে মেওয়া ফলে! আশা করছি সেটাই সত্য প্রমাণিত হবে। আমার হৃদয়জোড়া ভালোবাসা আর কৃতজ্ঞতা নিয়ে আমি আর অপেক্ষা করতে পারছি না৷  আমাদের ভালোবাসার এই ফসলটা তোমাদের সঙ্গে ভাগ করে নিতে… ।’’ 

এদিন ছবির টিজার শেয়ার করেছেন করণ জোহরও৷ তিনি লেখেন, ‘এবার গভীর জলে ডুব দেওয়ার সময় এসেছে, আসুন জলের গভীরতায় কী থাকে তা জেনে নেওয়া যাক।’ প্রসঙ্গত থিয়েটারে নয়, ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে গেহরাইয়া৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 6 =