Aajbikel

‘ভাদ্র মাসে বিয়ে’! ভাস্বর-দেবলীনার ছবি দেখে কটাক্ষ নেটিজেনদের

 | 
ভাস্বর-দেবলীনা

কলকাতা: সাত পাকে বাঁধা পড়েছেন দেবলীনা দত্ত ও ভাস্বর চট্টোপাধ্যায়৷ তাঁদের ছবি এখন ভাইরাল নেটপাড়ায়৷ নতুন কনের সাজে দেবলীনাকে দেখে চোথ ছানাবড়া অনেকেরই৷ 

কপালে চওড়া সিঁদুর। কপালে লাল টিপ, সোনার গয়না আর পরনে লাল হলুদ শাড়িতে নজর কেড়েছেন টলি অভিনেত্রী। অন্য দিকে ভাস্বরের পরনেও মানানসই তসরের পাঞ্জাবি। একে অপরকে জড়িয়ে ছবি তুলেছেন দুই তারকা৷ ছবির ক্যাপশনও দিয়েছেন তাঁরা৷ যা বেশ চমকপ্রদ৷ অভিনেতা লিখেছেন, ‘ডান অ্যান্ড ডাস্টেড’৷ অর্থাৎ ‘‘সব কিছু সেরে ফেললাম।’’ তবে কি অতীত জীবনের ক্ষত ভুলে নতুন জীবনের পথে পা বাড়ালেন তাঁরা!

তথাগত মুখোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ সাত বছরের সম্পর্কের পর বিবাহিত-বিচ্ছেদ হয়ে যায় দেবলীনার৷ হঠাৎ করেই ভিন্ন পথে পা বাড়ান তাঁরা৷ বিচ্ছেদের পর তথাগতের একাধিক বার প্রেমে পড়ার গুঞ্জন শোনা গেলেও, আপাতত  সিঙ্গল দেবলীনা। এদিকে, অভিনেত্রীর মতোই তিক্ত অভিজ্ঞতা ভাস্বরেরও। বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে তাঁরও। উত্তম কুমারের নাতনি নবমিতার সঙ্গে বিয়ে হয়েছিল পর্দার লোকনাথের। এমতাবস্থায় দুই তারকার ঘনিষ্ঠ ছবি দেখে জল্পনার মেঘ ঘনাতে থাকে নেটপাড়ায়। আসতে শুরু করে অনুরাগীদের শুভেচ্ছাবার্তা৷ তবে এক দল নাগরিক বলছেন, ‘‘ভাদ্র মাসে বিয়ে হয় না। লোককে বোকা বানানো বন্ধ করুন। ’’ সত্যিই তাই৷ এই ছবিটি আসলে দুই তারকার একটি স্বল্প দৈর্ঘ্যর ছবির শুটিংয়ের সময় তোলা। যা এখন নেট পাড়ায় ভাইরাল৷ 

Around The Web

Trending News

You May like