Aajbikel

গ্র্যান্ড ওপেনিং! ইতিহাস গড়ল শাহরুখের জওয়ান, কত আয় হল বৃহস্পতিতে?

 | 
জওয়ান

মুম্বই:  প্রথম দিনেই দেশজুড়ে ‘জওয়ান’ ঝড়৷ বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে মুক্তি পেতেই হিট  সিনেমা। ভোর রাতের শো টাইমেও উপচে পড়া ভিড়৷ ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে উন্মুখ ছিলেন শাহরুখ ভক্তরা৷ আর মুক্তি পেয়েই হিন্দি সিনেমার সবচেয়ে বড় ওপেনিং-এর খেতাব ছিনিয়ে নিল বাদশার জওয়ান। ভালো ওপেনিং হয়েছে বিদেশেও৷ 

Sacnilk.com এর প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, সমস্ত ভাষা মিলিয়ে প্রথম দিনে ভারতে জওয়ান-এর মোট উপার্জন মোট ৭৫ কোটি৷ শুধুমাত্র হিন্দিতেই উপার্জন ৬৫ কোটি, তামিলে ৫ কোটি এবং তেলেগুতেও ৫ কোটি। এর আগে গ্র্যান্ড ওপেনিং ছিল শাহরুখ খানেরই ছবি পাঠান-এর৷ সর্বোচ্চ উপার্জন করেছিল সেই ছবি। শুধুমাত্র ভারতেই সেই ছবির আয় ছিল ৫৪ কোটির কাছাকাছি। এরপরেই রয়েছে সানি দেওলের গদর ২। প্রথম দিনে ওই ছবির আয় ছিল প্রায় ৪০ কোটি। 


 ‘জওয়ান’-এ রীতিমতো বুদ শাহরুখ ভক্তরা। হল ফেরত দর্শকদের কথায়, এটা শুধুমাত্র মারপিটের ছবি নয়। এই ছবিতে রয়েছে বিশেষ রাজনৈতিক বার্তা। সমাজের ভুল সংশোধনের জন্য আওয়াজ তোলা এক সাহসী ব্যক্তির গল্প হল ‘জওয়ান’। এই ছবির মধ্যে দিয়ে সরকারের উদাসীনতা, দুর্নীতি, কৃষকদের আত্মহত্যা, ভঙ্গুর স্বাস্থ্যসেবা, ত্রুটিপূর্ণ সেনাবাহিনীর অস্ত্র এবং আবাসিক এলাকার কাছাকাছি বিপজ্জনক কারখানার মতো একাধিক বিষয় নিয়ে প্রশ্ন তুলেছে৷ যা নজর কেড়েছে আমআদমির৷ 

রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ছবি ‘জওয়ান’ এর প্রযোজন গৌরী খান৷ সহ-প্রযোজনা করেছেন গৌরব ভার্মা৷ এই ছবিটিতে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোনকে৷ এছাড়াও রয়েছেন প্রিয়ামনি, সান্যা মালহোত্রা, গিরিজা ওক, সঞ্জিতা ভট্টাচার্য, লেহার খান এবং আলিয়া কুরেশি।
 

Around The Web

Trending News

You May like