Aajbikel

'একা বাইরে বেরোবেন না', ‘দ্য কেরালা স্টোরি’র কলাকুশলীকে হুমকি! পুলিশের দ্বারস্থ সুদীপ্ত সেন

 | 
কেরালা স্টোরি

মুম্বই: একদিকে বিতর্ক, অন্যদিকে আসছে হুমকি মেসেজ৷ বিতর্কিত বলিউড ছবি ‘দ্য কেরালা স্টোরি’র এক কলাকুশলীকে এবার ফোন করে হুমকি দেওয়া হল৷ ছবির পরিচালক সুদীপ্ত সেন নিজে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন৷ তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। ‘দ্য কেরালা স্টোরি’র ওই কলাকুশলীর জন্য পুলিশি নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। তবে লিখিত অভিযোগ দায়ের না করায় কোনও এফআইআর নথিভুক্ত করা হয়নি বলেই জানিয়েছে পুলিশ৷ 

সংবাদ সংস্থা এএনআই  টুইট করে এই খবরটি প্রকাশ্যে আনে। সেখানে জানানো হয়, হুমকি বার্তা পেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন দ্য কেরালা স্টোরির পরিচালক সুদীপ্ত সেন৷ তাঁর অভিযোগ, কেরালা স্টোরিতে  কাজ করার জন্যই ওই ক্রিউ মেম্বারকে হুমকি দেওয়া হয়েছে। ফোনে করে বলা হয়েছে, এই ছবি বানিয়ে ঠিক কাজ করেননি ছবির নির্মাতা এবং কলাকুশলীরা। এর পরেই ওই কলাকুশলীকে বাড়ি থেকে একা না বেরনোর হুমকি দেওয়া হয় ফোনের ওপার থেকে৷ এমনটাই জানিয়েছেন সুদীপ্ত৷ 

প্রসঙ্গত, ‘দ্য কেরালা স্টোরি’র ট্রেলার সামনে আসার পর থেকেই সেই ছবি ঘিরে বিতর্কের সূত্রপাত। যেখানে দেখা যায়, কেরলের ৩২ হাজার মহিলা নিখোঁজ হয়ে যান এবং তাঁরা সকলেই আইসিস-এ যোগদান করেন। ছবিতে দেখানো এই তথ্য ভুল বলে প্রতিবাদ জানায় কেরল। রাজ্য জুড়ে শুরু হয় বিক্ষোভ। এই ছবির কড়া সমালোচনায় মুখর হয় দেশের অবিজেপি শাসিত রাজ্যগুলি। বামশাসিত কেরলে ছবিটি নিষিদ্ধ করার দাবি তোলা হয়। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের দাবি, ‘‘ইচ্ছাকৃত ভাবে সাম্প্রদায়িক হিংসা ছড়াতে এই ধরনের ছবি তৈরি করা হয়েছে।’’ এই ছবিকে ‘আরএসএসের অপপ্রচার’ বলেও মন্তব্য করেন তিনি৷ 

এদিকে, সোমবার পশ্চিমবঙ্গে ‘কেরালা স্টোরি’ নিষিদ্ধ ঘোষণা করেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর নির্দেশ, এই ছবি বাংলার কোনও হলে চালানো যাবে না। তিনি মনে করেন, এই ছবি দেখালে নাকি রাজ্যে অশান্তি বাড়বে। এরপরই ছবির প্রযোজক বিপুল শাহ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে আমরা আইনি ব্যবস্থা নেব। দেশের আইন মেনে যা কিছু করার আমরা করব। আমরা লড়ব।’

Around The Web

Trending News

You May like