আরও বিপাকে কঙ্গনা, বিদ্বেষ ছড়ানোর দায়ে মুম্বই আদালতে ফের দায়ের মামলা

আরও বিপাকে কঙ্গনা, বিদ্বেষ ছড়ানোর দায়ে মুম্বই আদালতে ফের দায়ের মামলা

মুম্বই: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী কঙ্গনা রানাউতের৷ উস্কানিমূলক মূলক মন্তব্যে ‘বিদ্বেষ ছড়ানো ও দেশের ঐক্য নষ্টের চেষ্টা’র অভিযোগে এবার মুম্বই আদালতে তাঁর বিরুদ্ধে আভিযোগ দায়ের করা হল৷ আন্ধেরির মেট্রোপলিটন আদালত জানিয়েছে এই বিষয়ে পরবর্তী শুনানি হবে আগামী ১০ নভেম্বর৷ 

আরও পড়ুন- নবরাত্রি নিয়ে অশালীন পোস্ট! ‘এরোজ নাউ’কে বয়কট করার দাবি নেটদুনিয়ায়

এছাড়াও কঙ্গনার বিরুদ্ধে রয়েছে মুম্বই পুলিশকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ৷ প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে একের পর এক বোমা ফাটিয়েছেন কঙ্গনা৷ বিবাদে জড়িয়েছেন শিব সেনার সঙ্গে৷ বাদ যায়নি মুম্বই পুলিশও৷ এদিন কঙ্গনার বিরুদ্ধে  মেট্রোপলিটন  আদালতে মামলাটি দায়ের করেন আইনজীবী আলি কাশিফ খান৷ তিনি বলেন, ‘‘সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় শুধু মুম্বই পুলিশকেই নয়, মহারাষ্ট্র সরকারকেও আক্রমণ করেছেন অভিনেত্রী৷ নিজের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য দেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করেছেন তিনি৷’’ 

একের পর এক টুইট করে বারবার মুম্বই পুলিশ, মহারাষ্ট্রের রাজনৈতিক নেতা এবং বলিউড ফিল্ম ইন্ডাস্টিকে নিশানা করেছেন কঙ্গনা৷ এদিন খান বলেন, ‘‘সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কঙ্গনা তাঁর ফ্যানবেস, নাম, খ্যাতি, ক্ষমতা ও প্রভাবের অপব্যবহার করার চেষ্টা করেছেন৷ তিনি সরকারি সংস্থার মধ্যে ঘৃণা ছড়ানোর চেষ্টা করেছেন৷’’ তাঁর দাবি, কঙ্গনার টুইটগুলি আমাদের দেশ, পুলিশ, সরকারি কর্তৃপক্ষ, আইনের মানহানি করেছে৷ অভিযোগপত্রে আরও বলা হয়েছে, গত সপ্তাহে বান্দ্রার আদালত কঙ্গনার বিরুদ্ধে মুম্বই পুলিশকে এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়ার পরও অভিনেত্রী বিচার প্রক্রিয়াকে নিয়ে ঠাট্টা করেছিলেন। 

আরও পড়ুন- করোনায় আক্রান্ত ‘সারেগামাপা’র চার বিচারক, উদ্বেগ টলিপাড়ায়

উল্লেখ্য, সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগে কঙ্গনার বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে বান্দ্রার মেট্রোপলিটন আদালত। কঙ্গনার পাশাপাশি একই অভিযোগে তাঁর দিদি রঙ্গোলি চান্দেলের বিরুদ্ধেও এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। মুন্নাওয়ার আলি সঈদ নামে এক কাস্টিং ডিরেক্টর ও ফিটনেস ট্রেনার কঙ্গনা ও তাঁর দিদির বিরুদ্ধে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টিকারী আচরণের অভিযোগ দায়ের করেছিলেন। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে কঙ্গনা ও তাঁর দিদি ঘৃণা, বিদ্বেষ ছড়িয়েছেন বলে অভিযোগ করেন তিনি৷  একইসঙ্গে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির মানহানি করেছেন বলেও কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ করেন ওই কাস্টিং ডিরেক্টর। ভারতীয় দণ্ডবিধির ১৫৩ এ, ২৯৫ এ, ১২৪ ও ৩৪ ধারায় কঙ্গনাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + twelve =