শরীরে ধারণ করতে চাই করোনা টিকা, ICMR-কে আর্জি অভিনেত্রী চূর্ণির

শরীরে ধারণ করতে চাই করোনা টিকা, ICMR-কে আর্জি অভিনেত্রী চূর্ণির

a5f2f3dd592444da4c3b3c13b3e62588

কলকাতা: অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সের পরিচালিত কোভিড-১৯এর টিকার হিউম্যান ট্রায়ালে যোগ দেওয়ার কথা চিঠি লিখে জানালেন অভিনেত্রী তথা পরিচালক চূর্ণি গঙ্গোপাধ্যায়৷ এই ট্রায়াল সম্পর্কিত নিয়ম-কানুন পড়ার পর তিনি এআইআইএমএসকে ই-মেল করে জানিয়েছেন, তিনি হিউম্যান ট্রায়ালে যোগ দিতে উৎসাহী৷

জাতীয় পুরষ্কার প্রাপ্ত ‘নির্বাসিত’ ছবির পরিচালক চূর্ণি, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স কর্তৃক প্রকাশিত হিউম্যান ট্রায়াল বিষয়ক বিজ্ঞপ্তি পড়েছিলেন৷ সেখানে উল্লিখিত ‘কো-ভ্যাকসিনে’র দুটি পর্যায়ের হিউম্যান ট্রায়াল দিতে তিনি প্রস্তুত বলে জানালেন৷ এবছর মাতৃ দিবসে’র দিন চূর্ণি একটি পোস্ট করেছিলেন ফেসবুকে৷ সেখানে তিনি লিখেছিলেন, যদি তিনি হিউম্যান ট্রায়ালের নিয়ম-কানুন অনুযায়ী সঠিক ব্যক্তি হন, তাহলে ভবিষ্যতে তিনি সেই ট্রায়াল দিতে প্রস্তুত৷
তিনি আরও লেখেন, “আমরা এই দিন দেখার জন্য মা হতে চাইনি৷’’ কোভিড-১৯এর কারণে বিশ্বজুড়ে লক্ষাধিক মানুষের মৃত্যুতে মর্মাহত তিনি৷

এআইআইএমএসের নিয়মানুসারে, ১৮ থেকে ৫৫ বছর বয়সের ব্যক্তিরা এই কো-ভ্যাকসিন ট্রায়ালে অংশ নিতে পারেন৷ অংশগ্রহণকারীদের মধ্যে কেউ যদি পূর্ববর্তী কোনও অসুখ দ্বারা আক্রান্ত হন, তাহলে সেই ব্যাক্তি এই ট্রায়ালে অংশ নিতে পারবেন না৷ এই নীতি মেনে, ২০ জুলাই চূর্ণি ই-মেল করেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সকে৷

চূর্ণি একটি ইংরাজি দৈনিককে জানিয়েছেন, “আমি জানি, দিনের পর দিন বেড়ে ওঠা এই মহামারী পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় টিকাকরণ।’’ যদিও তিনি কোনোভাবে বলেননি তিনি এই ঝুঁকি নিতে উৎসুক কেন! তিনি জানান, তিনি ভয় পেয়েছিলেন, তাঁর স্বামী ও সন্তানের জন্য৷ চূর্ণি বলেন, “আমি মাতৃ দিবসের দিন ওই পোস্ট করার আগে ও যেমন আমার স্বামীকে জিজ্ঞাসা করেছিলাম, তেমনই এআইআইএমএস’কে ই-মেল করার আগেও তাঁকে এই সম্পর্কে জিজ্ঞাসা করে তবেই মেল পাঠিয়েছি।’’ চূর্ণি’র স্বামী পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় তাঁর ফেসবুক পোস্টে শুভকামনা জানিয়ে কমেন্ট করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *