‘প্লেবয়’ মডেল চার্লির বোল্ড ফটোশ্যুটে অগুন ঝরছে নেটপাড়ায়

‘প্লেবয়’ মডেল চার্লির বোল্ড ফটোশ্যুটে অগুন ঝরছে নেটপাড়ায়

নিউ ইয়র্ক:  নেট পাড়ার সেলিব্রিটি সুপার মডেল চার্লি রাইনা আগুন ধরালেন অন্তর্জালে৷ নয়া ফটোশ্যুটে ইন্টারনেটে উষ্ণতার পারদ চড়ালেন পোল্যান্ডের এই মডেল৷ নয়া অবতারে চার্লিকে দেখে ঘাম ঝরেছে পুরুষমহলের৷ 

charli

আরও পড়ুন- হিন্দু ভাবাবেগে আঘাত করেছেন আমির! বিজ্ঞাপন নিয়ে ক্ষুব্ধ বিজেপি

চার্লি

অ্যাকটিভিস্ট ও মডেল চার্লির জন্ম পোল্যান্ডের আনিয়া ক্রোসিনস্কাতে৷ খুব অল্প বয়সেই তিনি কানাডা চলে আসেন৷ দু’বার মিল হাওয়াইয়ান টপিকের মুকুট উঠেছিল তাঁর মাথায়৷ মিস টরেন্টো খেতাবও জিতেছিলেন চার্লি৷ ২০১১ সালে প্লেবয় ম্যাগাজিনে’র জন্য কভার শ্যুট করেছিলেন তিনি৷ ২০১৬ সালে স্লোভাকিয়ার জন্য ‘প্লেমেট অফ দা ইয়ার’ এর তমকা পান এই পোলিস মডেল৷ 

চার্লি

জিকিউ, এস্কোয়ার এবং এফএইচএম-এর মতো ম্যাগাজিনে কাজ করেছেন চার্লি৷ অনেকেই জানেন না চার্লি অভিনয় জগতেও নিজের প্রতিভা বিকশিত করেছেন৷ ছোট পর্দায় একটি শোতে দেখা গিয়েছিল এই পোলিস মডেলকে৷ ২০১৫ সালে ‘জে সুইস চার্লি’ (Je Suis Charlie) লেখা টিশার্ট গায়ে পোজ দিয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন তিনি৷ 

charli

সমাজকর্মী হিসাবে সন্ত্রাসের বিরুদ্ধেও আওয়াজ তুলেছিলেন চার্লি৷ মডেলিং ও অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও হাত পাকিয়েছেন তিনি৷ অন্টারিওর উপনির্বাচনে ট্রিলিয়াম পার্টির প্রার্থী হিসাবে ভোটে দাঁড়িয়েছিলেন৷ ইনস্টাগ্রামে পোল্যান্ড প্লেবয় মডেল চার্লি রাইনার ৫০ হাজারের বেশি ফলোয়ার্স রয়েছে৷ তবে বরাবরই বোল্ড অবতারে ধরা দিয়েছেন চার্লি৷ নিজেকে উজার করে দিতে পিছপা হন না এই মডেল-অভিনেত্রী৷   

চার্লি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =