কাটতে চলেছে ফিল্ম ইন্ডাস্ট্রির খরা, শুটিং শুরুর অনুমতি কেন্দ্রের

মুম্বই: ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য সুখবর। শুরু হতে চলেছে শুটিং। সম্প্রতি কেন্দ্র সরকারের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। সিনেমা, ধারাবাহিক ও ওয়েব সিরিজের শুটিংয়ের অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। রবিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর এই কথা ঘোষণা করেন। জানা গিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর চূড়ান্ত করা হয়েছে।

মুম্বই: ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য সুখবর। শুরু হতে চলেছে শুটিং। সম্প্রতি কেন্দ্র সরকারের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। সিনেমা, ধারাবাহিক ও ওয়েব সিরিজের শুটিংয়ের অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। রবিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর এই কথা ঘোষণা করেন। জানা গিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর চূড়ান্ত করা হয়েছে।

করোনা পরিস্থিতিতে শুটিং বহুদিন থেকে বন্ধ। যবে থেকে লকডাউন চলছে তার কয়েকদিন আগে থেকেই শুটিং বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের সিরিয়ালের শুটিং শুরু হয়ে গিয়েছে। নির্দিষ্ট নিয়মে শুটিং ফ্লোর স্যানিটাইজ করে সামাজিক দূরত্ব মেনে চলছে শুটিং। কিন্তু তা সত্ত্বেও আক্রান্তের খবর সামনে আসছে। কিন্তু বলিউডে এখনও পর্যন্ত শুটিং শুরু হওয়ার কথা শোনা যায়নি। একাধিকবার প্রস্তাব উঠলেও তা শেষ পর্ব পর্যন্ত পৌঁছায়নি। প্রযোজকরা বারবার মহারাষ্ট্র সরকারকে জানিয়েছিলেন যে শুটিং বন্ধ থাকায় হাজার হাজার লোক ক্ষতির সম্মুখীন হচ্ছে। কিন্তু শুটিং শুরু হয়নি। আলাপ আলোচনার মধ্যেই রয়ে গিয়েছিল বিষয়টি। তবে রবিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সিদ্ধান্তের পর শুটিং শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে সমস্ত নীতি মেনে তবে শুটিং শুরু করা যাবে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। এই নিয়ে মন্ত্রকের তরফ একটি নির্দেশিকা জারি করা হয়েছে।

নয়া এই নির্দেশিকায় বলা হয়েছে শুটিং ফ্লোর সবসময় স্যানিটাইজ করতে হবে। শুটিং চলাকালীন ক্যামেরা যে ব্যক্তির শট নেবে তিনি ছাড়া বাকি সবাইকে মাস্ক পরতে হবে। মেকআপ টিমের কলাকুশলীদের পিপিই কিট পরে মেকআপ করার নির্দেশ জারি করা হয়েছে। এই ক্ষেত্রে বলা প্রয়োজন যে মেকআপ রুমে কোনও শিল্পীর মেকআপ করার সময় আর্টিস্টকে তার মুখের কাছে গিয়ে কাজ করতে হয়। সে ক্ষেত্রে অনেকটা সর্তকতা অবলম্বন করা সম্ভব। তাই মেকআপ আর্টিস্টদের পিপিই বাধ্যতামূলক করেছে কেন্দ্র। এছাড়া সামাজিক দূরত্ব মেনে শুটিং করার কথা বলা হয়েছে। অন্তত দুই ব্যক্তির মধ্যে যেন ৬ ফিট শারীরিক দূরত্ব থাকে তা খেয়াল রাখতে হবে। এছাড়া শুটিং সেটের সবাইকে আরোগ্য সেতু অ্যাপ ব্যবহার করতে হবে। পার্কিংয়ের জায়গাতেও যেন সামাজিক দূরত্ব বজায় থাকে সেদিকে নজর রাখতে হবে বলে জানানো হয়েছে নির্দেশিকায়। এও বলা হয়েছে যত কম সংখ্যক লোক নিয়ে শুটিং করা যায় সেই চেষ্টা করতে হবে বলে কেন্দ্রে তরফে জানানো হয়েছে। এছাড়া প্রতিটি ভ্যানিটি ভ্যান, মেকআপ রুম, সেট, ওয়াশরুম সবসময় নিয়ম অনুযায়ী স্যানিটাইজ করতে হবে। প্রয়োজন হলে গ্লাভস ব্যবহার করতে হবে। শুটিং ফ্লোরে ব্যবহৃত প্রপসগুলির নিয়ম মতো স্যানিটাইজ করতে হবে। প্রতিদিন থার্মাল স্ক্রিনিং করে তবে শুটিং শুরু করা যাবে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + fourteen =