রিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে পারে CBI, বিহার পুলিশের সঙ্গে রাখা হচ্ছে যোগাযোগ

মুম্বই: দিন যত যাচ্ছে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের জট তত গভীর হচ্ছে। এখনও অভিনেতার আত্মহত্যা করা ছাড়া আর কোনও প্রমাণ পুলিশের হাতে নেই। ইতিমধ্যেই অভিনেতার মৃত্যু তদন্ত নিয়ে মুম্বই পুলিশ এবং বিহার পুলিশের মধ্যে টানাপড়েন চলছে। এই টানাপোড়েনের মধ্যে গতকাল ৫ আগস্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় এবার থেকে সুশান্তের মৃত্যু তদন্তে সিবিআইয়ের হাতে হস্তান্তর করা হল। আর তারপরই সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করতে চাওয়া হয়েছে সিবিআইয়ের তরফে।

মুম্বই: দিন যত যাচ্ছে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের জট তত গভীর হচ্ছে। এখনও অভিনেতার আত্মহত্যা করা ছাড়া আর কোনও প্রমাণ পুলিশের হাতে নেই। ইতিমধ্যেই অভিনেতার মৃত্যু তদন্ত নিয়ে মুম্বই পুলিশ এবং বিহার পুলিশের মধ্যে টানাপড়েন চলছে। এই টানাপোড়েনের মধ্যে গতকাল ৫ আগস্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় এবার থেকে সুশান্তের মৃত্যু তদন্তে সিবিআইয়ের হাতে হস্তান্তর করা হল। আর তারপরই সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করতে চাওয়া হয়েছে সিবিআইয়ের তরফে।

সুশান্তের মৃত্যু তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হোক, এই নিয়ে বহুদিন ধরে নেটদুনিয়া উত্তাল। নেটিজেনরা তো বটেই, এমনকী শেখর সুমন সহ বহু সেলিব্রিটিও সুশান্তের মৃত্যু তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার জন্য আওয়াজ তুলেছিলেন। অবশেষে সবাইকে স্বস্তি দিয়ে বুধবারই অভিনেতার মৃত্যু তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দিল সুপ্রিম কোর্ট। যদিও এই নিয়ে বিহার সরকারের তরফে তার আগের দিনই কেন্দ্রীয় সরকারের কাছে সুপারিশ করা হয়েছিল। এদিকে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী প্রথম থেকেই বলে আসছিলেন দেশের বিচার ব্যবস্থার ওপর আস্থা রয়েছে তাঁর। তিনি ন্যায়বিচার পাবেন। কিন্তু মামলা সিবিআইয়ের হাতে যাওয়ার পর সবচেয়ে বেশি ফাঁপড়ে বোধহয় তিনিই পড়েছেন। কারণ ইতিমধ্যেই সিবিআই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হতে পারে বলে জানিয়েছে। এক সংবাদমাধ্যমে তরফে সম্প্রতি এ খবর প্রকাশ করা হয়েছে।

৫ আগস্ট দায়িত্ব পাওয়ার পর থেকেই কাজ শুরু করে দিয়েছে সিবিআই। ইতিমধ্যেই নতুন করে মামলা দায়ের করার যাবতীয় কাজকর্ম শুরু হয়ে গিয়েছে সিবিআই। সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে এই মামলায় যতদূর অগ্রসর হওয়া যাবে সেই আপডেট যেন সিবিআই তাদের ওয়েবসাইটে আপলোড করে। যদিও এখনও পর্যন্ত সিবিআইয়ের ওয়েবসাইটে এমন কোন তথ্য আপডেট করা হয়নি। আশা করা হচ্ছে শীঘ্রই সিবিআই মামলায় অগ্রসর হতে শুরু করলেই ওয়েবসাইটে তার প্রমাণ মিলবে। তবে সুশান্তের মামলায় যে বিহার পুলিশের সঙ্গে যোগসূত্র রেখে চলেছে সিবিআই, তা এদিন সামনে এসেছে। বিহার পুলিশ এখনও পর্যন্ত যাদের বয়ান নিয়েছে সেগুলি সিবিআইয়ের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া তাদের হাতে যে সমস্ত তথ্য এসেছে, ডায়েরি এসেছে, সেগুলো সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে বলে খবর।

প্রসঙ্গত বিহারে সুশান্ত সিং রাজপুতের বাবা কে পি সিং রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন। এর বিরুদ্ধে অভিনেত্রী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তাঁর দাবি ছিল বিহারের মামলা মুম্বইয়ে স্থানান্তরিত করা হোক। কিন্তু সম্প্রতি রিয়ার আবেদন খারিজ করে দিয়েছে আদালত। এমনকী অভিনেত্রীর ব্যক্তিগত সুরক্ষার আবেদন খারিজ করে দেওয়া হয়। তবে এখনও পর্যন্ত রিয়ার কোনও সন্ধান পায়নি বিহার পুলিশ। ফলে তাঁর বয়ান রেকর্ড করা যায়নি। অভিনেত্রী এখন কোথায় আছেন তাও জানে না কেউ। এছাড়া বিহার পুলিশের এক আইপিএস অফিসারকে মুম্বই যাওয়ার পর কোয়ারেন্টাইন পাঠিয়ে দেওয়া হয়। তার তীব্র নিন্দা করে দেশের সর্বোচ্চ আদালত। বিহার পুলিশের আধিকারিককে তদন্ত করতে না দিয়ে কোয়ারেন্টাইনে কেন পাঠানো হল সে সম্পর্কে মুম্বই পুলিশের কাছে প্রশ্ন তুলেছে ডিভিশন বেঞ্চ। গোটা মামলায় মহারাষ্ট্র সরকারকে আগামী তিন দিনের মধ্যে যাবতীয় তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *