Aajbikel

‘আরিয়ানের মুক্তির দর হাঁকা হয়েছিল ২৫ কোটি’! বিস্ফোরক দাবি সাক্ষীর

 | 
আরিয়ান

 মুম্বই: আরিয়ান খান মামলায় পরতে পরতে রহস্যের জাল৷ আরিয়ানের সঙ্গে সেলফি তোলা প্রাইভেট ডিটেক্টিভ কিরণ গোসাভি নাকি এই মামলার রফা করতে ২৫ কোটি টাকা দাবি করার পরিকল্পনা করছিলেন৷ তিনি চেয়েছিলেন শাহরুখ খানের ম্যানেজার পুজা দাদলানির সঙ্গে যোগাযোগ করে এই টাকা আদায় করতে৷ এই কথা ফাঁস করেছেন গোসাভির দেহরক্ষী প্রভাকর সেইল৷ 

আরও পড়ুন- আরিয়ান মামলায় NCB-র ‘পলাতক’ সাক্ষীর আত্মসমর্পণের আর্জি লখনউ থানায়!


এনসিবি’-র কাছে বয়ান দেওয়ার সময় প্রভাকর জানিয়েছেন, কিরণের গোপন পরিকল্পনা ফাঁস করায় তাঁর জীবন এখন সংশয়ে রয়েছে। প্রভাকরের দাবি, গোসাভির পরিকল্পনা ছিল শাহরুখ খানের ম্যানেজার পুজা দাদলানির সঙ্গে যোগাযোগ করে তাঁর কাছে ২৫ কোটি টাকা দাবি করা। শেষ পর্যন্ত ১৮ কোটিতে মিটমাট করার পরিকল্পনাও ছিল তাঁর। তবে এই ১৮ কোটির মধ্যে ৮ কোটি টাকা দেওয়া হত এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়েকে৷ আপাতত আরিয়ান মামলা রয়েছে ওয়াংখেড়ের হাতেই৷ 


প্রভাকরের দাবি, সমীর ওয়াংখেড়ে সহ এনসিবি আধিকারিকরা ৩ অক্টোবর ভোরে তাঁকে দিয়ে একটি সাদা কাগজে সই করিয়ে নেয়৷ ওই দিনই মুম্বই থেকে গোয়া গামী প্রমোদতরীতে তল্লাশি অভিযান চালিয়ে মাদক উদ্ধার করে এনসিবি৷ আরিয়ান খান সহ আটক করা হয় আটজনকে৷ তবে সাদা কাগজে সই করতে প্রথমে অস্বীকার করেছিলেন প্রভাকর৷ কিন্তু তাঁকে সই নির্বিঘ্নে সই করতে বলেন ওয়াংখেড়ে এবং গোসাভি৷ সেখানে আরও অফিসার উপস্থিত ছিলেন৷ ফলে তর্ক করার সাহস দেখাননি তিনি৷ প্রভাকরের কথায়, তিনি বুঝতেই পারেননি যে তাঁকে সেখানে সাক্ষী করে ডেকে পাঠিয়েছে এনসিবি৷ এর পরেই তাঁকে দিয়ে ৯টি সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়৷ সেই সময় তিনি আরিয়ানকে দেখতে পান৷ তাঁর পাশে গোসাভিও ছিলেন৷  

Around The Web

Trending News

You May like