একসঙ্গে ছোটপর্দা কাঁপাচ্ছে ভাই-বোন, বলিউডেও রয়েছে বহু প্রমাণ

মুম্বই: ভাই বোন একসঙ্গে একই পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, এমন আকছার দেখা যায়। ব্যতিক্রম নেই ছোট পর্দার ক্ষেত্রেও। এখানেও ভাই ও বোন একসঙ্গে অভিনয় করেছেন, এমন প্রচুর উদাহরণ রয়েছে। তবে তাদের মধ্যে অনেকেই বেশ বিখ্যাত। 

 

মুম্বই: ভাই বোন একসঙ্গে একই পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, এমন আকছার দেখা যায়। ব্যতিক্রম নেই ছোট পর্দার ক্ষেত্রেও। এখানেও ভাই ও বোন একসঙ্গে অভিনয় করেছেন, এমন প্রচুর উদাহরণ রয়েছে। তবে তাদের মধ্যে অনেকেই বেশ বিখ্যাত। 

দিশা ভাকানি ও ময়ূর ভাকান

দিশা ভাকানি ও ময়ূর ভাকানি ভাই-বোন? এই খবর অনেককেই অবাক করে দিতে পারে। 'তারক মেহতা কা উলটা চশমা'র দয়াবেন হলেন সুন্দর ওরফে ময়ূর ভাকানি। ধারাবাহিকে তাঁর বোন সু্ন্দর হলেন দিশা ভাকানি। কিন্তু তাঁরা শুধু অন-স্ক্রি ভাই-বোন নয়। বাস্তব জীবনেও তাঁরা ভাই-বোন।

রাগিনী খান্না এবং অমিত খান্না

'শশুরাল গেন্দা ফুল' ধারাবাহিকের মাধ্যমে খ্যাতি পেয়েছিলেন রাগিনী খান্না। তিনি সুপারস্টার গোবিন্দের ভাগনি এবং কৃষ্ণ অভিষেকের বোন। কিন্তু অনেকেই জানেন না যে তিনি আসলে অভিনেতা অমিত খান্নার সহোদরা। অমিত 'ইয়ে দিল চাহে মোর', 'যোধা আকবর', 'বিষকন্যা'র মতো শোয়ে অভিনয় করেছেন।

আরিয়া আগরওয়াল এবং আয়ুশ আগরওয়াল

'কসৌটি জিন্দেগি কে'র মিশকা ওরফে আরিয়া আগরওয়াল হলেন আয়ুশ আগরওয়ালের আসল বোন। 'ইয়ে রিশতা কেয়া কেহলতা হ্যায়' নাইটিকের বেস্ট ফ্রেন্ডের ভূমিকায় অভিনয় করেছেন। আরিয়াকে প্রকাশ্যে না আসা পর্যন্ত অনেকেই এটি জানতেন না।

ভিনি অরোরা এবং ভিকি অরোরা

অভিনেতা ধীরাজ ধূপার স্ত্রী ভিনি অরোরা হলেন ভিকি অরোরার বোন। দু'জনের মধ্যে বেশ মিল রয়েছে। দুজনের নামের মধ্যেও বেশ মিল রয়েছে। ভিকি এবং ভিনি দুজনেই একে অপরের বেশ ঘনিষ্ঠ। সমস্ত অনুষ্ঠান তারা এক অপরের সঙ্গে উদযাপন করতে পছন্দ করেন।
 

মেহের বিজ এবং পীযূষ সহদেব

মেহের পীযূষের ছোট বোন। তাঁদের মধ্যে প্রায় চার বছরের ব্যবধান রয়েছে। দু'জনেরই ফিটনেসের প্রতি আগ্রহ রয়েছে। পীযূষ একসময় বলেছিলেন, “আমি মেহের সম্পর্কে অত্যন্ত প্রোটেকটিভ। আমার মা মারা যাওয়ার পরে, ওই প্রায় আমাকে গাইড করত। আমাকে অত্যন্ত যত্ন করে ও। ওর বিয়ের পর বিদাইয়ের সময় বাচ্চার মতো কেঁদেছি। মনে হচ্ছিল দ্বিতীয়বার মাকে হারালাম।”
 

জন্নত এবং আয়ান জুবায়ের

ছোট পর্দার ভাই-বোনের মধ্যে এই জুটি সবচেয়ে কিউট। জন্নত টেলিভিশন শো 'ফুলওয়া'র মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন। তবে তার ভাই আয়ানও একজন শিশুশিল্পী। তিনি একতা কাপুরের 'যোধা আকবর'-এ ছোট্ট সেলিমের ভূমিকায় অভিনয় করেছিলেন। জন্নতের এখন ইনস্টাগ্রামে একটি বিশাল ফ্যান ফলোয়িং রয়েছে।

কৃষ্ণ অভিষেক এবং আরতি সিং

কৃষ্ণা অভিষেকের প্রতিভা যেন পারিবারিক। কৃষ্ণ এবং আরতি দুজন ভাইবোন। আর দুজনে একে অপরের সহায়ক। আরতি 'বিগ বস ১৩'-তে অংশ নিয়েছিল। কৃষ্ণা তখন তাঁকে নিয়ে বেশ গর্বিত ছিলেন। দুজনেই একে অপরকে সাহায্য করেন এবং একে অপরের সঙ্গ উপভোগ করেন।

বরুণ বদলা ও অলকা কাউশাল

দু'জনই ছোট পর্দার সুপরিচিত মুখ। তবে খুব কম লোকই জানেন যে তাঁরা বাস্তবে ভাই-বোন। অলকাকে বর্তমানে ধারাবাহিক 'ইয়ে রিশতা কেয়া কেহলতা হ্যায়'-তে দেখা গিয়েছে। বরুণ 'মেরে ড্যাড কি দুলহান'-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন। জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারিও এই ধারাবাহিকে অভিনয় করেছেন।

ডেলনাজ এবং বখতিয়ার ইরানি

ডেলনাজ ইরানি হলেন ভারতীয় টেলিভিশনের বেশ নামকরা এক অভিনেত্রী। তিনি বেশ কয়েকটি চলচ্চিত্র এবং টিভি শোতেও কাজ করেছেন। তাঁর ভাই বখতিয়ার ইরানিও টিভি ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। দুজনের মধ্যে ছয় বছরের বয়সের ব্যবধান থাকলেও বখতিয়ার সবসময়ই ডেলনাজকে একজন সিনিয়র এবং একজন মায়ের ব্যক্তিত্ব হিসাবে বিবেচনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − nine =