পাকিস্তানে জন্মালেই ভাল হতো, ক্ষোভ সোনু নিগমের

মুম্বই: সবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে ক্ষোভ উগড়ে দিলেন দুই দশক বলিউডের সঙ্গীত দুনিয়া শাসন করা সোনু৷ বলেন, ‘‘মাঝে মাঝে মনে হয়, পাকিস্তানের বাসিন্দা হলেই ভাল হত। তা হলে ভারতে গাওয়ার ডাক পেতাম।’’ তাঁর আক্ষেপ, এখন গায়কদেরই উলটে মিউজিক কোম্পানিগুলিকে টাকা দিতে হয়। না হলে পর্যাপ্ত মাইলেজ পাওয়া যাবে না। কিন্তু পাকিস্তানে জন্মের প্রসঙ্গ কেন? সোনুর

পাকিস্তানে জন্মালেই ভাল হতো, ক্ষোভ সোনু নিগমের

মুম্বই: সবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে ক্ষোভ উগড়ে দিলেন দুই দশক বলিউডের সঙ্গীত দুনিয়া শাসন করা সোনু৷ বলেন, ‘‘মাঝে মাঝে মনে হয়, পাকিস্তানের বাসিন্দা হলেই ভাল হত। তা হলে ভারতে গাওয়ার ডাক পেতাম।’’ তাঁর আক্ষেপ, এখন গায়কদেরই উলটে মিউজিক কোম্পানিগুলিকে টাকা দিতে হয়। না হলে পর্যাপ্ত মাইলেজ পাওয়া যাবে না। কিন্তু পাকিস্তানে জন্মের প্রসঙ্গ কেন? সোনুর দাবি, ‘‘পাকিস্তানি গায়কদের কিন্তু এমন ভোগান্তি হয় না। আতিফ আমার বন্ধু, ওঁর এমন কোনও অভিজ্ঞতা নেই। এমন কী রাহতও এমন কিছুর মুখে পড়েননি। আমাদের তবে এই অবস্থা কেন?’’ যদিও নতুন গায়কদেরও নম্বর দেননি সোনু। তাঁর মতে নতুন গায়করা তাৎপর্যপূর্ণ কোনও গানও তৈরি করতে পারছেন না। শুধুই রিমিক্সের সওদা চলছে। এ কথা অস্বীকার করার যায় না যে, সোনু নিগমের বাজার আর আগের মতো নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 5 =