বড় স্টেপ নিলেন! অরিজিৎ কণ্ঠের AI ক্রিয়েশন আর নয়

মুম্বাই: এআই প্রযুক্তি ব্যবহার করে অরিজিৎ সিং এর কণ্ঠস্বর নকল করে ফেলা হচ্ছে এবং সবটাই বিনা অনুমতিতে, এমনই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অরিজিৎ সিং।…

Picsart 24 08 02 17 42 08 126

মুম্বাই: এআই প্রযুক্তি ব্যবহার করে অরিজিৎ সিং এর কণ্ঠস্বর নকল করে ফেলা হচ্ছে এবং সবটাই বিনা অনুমতিতে, এমনই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অরিজিৎ সিং।

সেই মামলায় বম্বে হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিল, শিল্পীর ব্যক্তিত্বের অধিকার এবং প্রচারের অধিকারের দিক থেকে তাঁর নাম, কণ্ঠ, ছবি, ব্যক্তিত্ব এবং অন্যান্য খুঁটিনাটির সুরক্ষা থাকা উচিত। বিচারপতি আরআই চাগলা তাঁর অন্তর্বর্তী নির্দেশে বলেছেন, একজন প্রথিতযশা শিল্পীর কণ্ঠস্বর তাঁর অনুমতি ছাড়া ব্যবহার করা তাঁর ব্যক্তিত্বের অধিকারকে ক্ষুণ্ণ করে।

এরপরই আদালতের রায় ব্যাখ্যা করে আইনজীবীরা জানিয়েছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে অরিজিৎ সিংয়ের কণ্ঠস্বরকে নতুন করে তৈরি করার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে বম্বে হাইকোর্ট।

উল্লেখ্য, ইতিমধ্যেই গায়ক কুমার শানু এবং বলিউড তারকা বিগ-বি অমিতাভ বচ্চন থেকে অনিল কাপুর-জ্যাকি শ্রফ এর মতো একাধিক নামী ব্যক্তিত্ব তাঁদের কণ্ঠ-ছবির ডিজিটাল অপব্যবহার রুখতে কোর্টের রক্ষাকবচ নিয়েছেন।