Aajbikel

শাহরুখ-পুত্র থেকে শ্রী-কন্যা...মুম্বইয়ের এই স্কুল থেকে পড়াশোনা করেছেন বহু স্টার কিড

 | 
star kid

মুম্বই: বলিউডের স্টার কিডদের নিয়ে আগ্রহের অন্ত নেই সিনেপ্রেমীদের৷ ‘কিং খান’ হোক কিংবা পটৌডি প্যালেসের দশম নবাব, বলিউডের এই তারকাদের সন্তানরা সকলেই থাকেন লাইমলাইটে৷ তাঁদের কেউ কেউ অভিনয় জগতে পা দিয়েছেন৷ কেউ কেউ আবার অভিষেকের অপেক্ষায়৷ অভিনয় জগতে আসার আগে জানেন কোথা থেকে পড়াশোনা করেছেন তাঁরা? 

আরও পড়ুন- আদিলের প্রেমে বুঁদ রাখি! বললে, ‘আমরা একে অপরের রক্ত খাই..’


সন্তানদের ভবিষ্যৎকে সুন্দর করে সাজিয়ে তুলতে অধিকাংশ তারকাই তাঁদের সন্তানদের বিদেশের বিভিন্ন নামী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করিয়েছেন৷ তবে বলিউডের উঠতি তারকারা প্রায় সকলেই তাঁদের প্রাথমিক জীবনে একই স্কুল থেকে পড়াশোনা করেছিলেন। বলিউডের অধিকাংশ স্টার কিডদেরই গন্তব্য ছিল মুম্বইয়ের পূর্ব বান্দ্রায় অবস্থিত ‘ধীরুভাই অম্বানী ইন্টারন্যাশনাল স্কুল’৷ শাহরুখ-কন্যা সুহানা খান থেকে শুরু করে এই তালিকায় রয়েছেন জাহ্নবী কপূর, সারা আলি খান, আরিয়ান খান, অনন্যা পাণ্ডে-সহ আরও অনেকেই।


সইফ আলি খান এবং তাঁর প্রাক্তন স্ত্রী অমৃতা সিংহের দুই সন্তান সারা ও ইব্রাহিম আলি খান দু’জনেই ধীরুভাই আম্বানী ইন্টারন্যাশনাল স্কুলের পড়ুয়া ছিলেন। সারা প্রথমে মুম্বইয়ের বেসন্ত মন্টেসরি স্কুলে ভর্তি হলেও পরে তিনি ওই স্কুলে চলে যান৷ সেখান থেকে নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে স্নাতকের পাঠ শেষ করে মুম্বইয়ে ফিরে আসেন।


সারার ভাই ইব্রাহিমও ধীরুভাই অম্বানী ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র ছিলেন৷ বর্তমানে লন্ডনের একটি বোর্ডিং স্কুলে পড়াশোনা করছেন। সারা জানিয়েছেন, এর পর উচ্চ শিক্ষার জন্যে লস অ্যাঞ্জেলস ফিল্ম স্কুলে ভর্তি হবেন ইব্রাহিম৷ 


এই স্কুলে পড়াশোনা করেছেন শাহরুখ খানের দুই সন্তান আরিয়ান ও সুহানা৷ শাহরুখ-কন্যা এই স্কুল থেকে পড়াশোনা শেষ করে ভর্তি হন লন্ডনের আর্ডিংলি কলেজে৷ অভিনয় ও নাটকের উপর পড়াশোনা করেছেন শাহরুখ-তনয়া।  নাটকে বিশেষ অবদানের জন্য তাঁকে রাসেল কাপ পুরস্কার দেওয়াও হয়। 


আরিয়ানও প্রথম জীবনে ধীরুভাই অম্বানী ইন্টারন্যাশনাল স্কুলেরই ছাত্র ছিলেন। এর পর ব্রিটেনের সেভেনোয়াকস স্কুল ও পরে লস অ্যাঞ্জেলসের ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফর্নিয়া থেকে শিক্ষালাভ করেন।


করণ জোহর প্রযোজিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ ছবির মধ্যে দিয়ে ফিল্মি দুনিয়ায় আত্মপ্রকাশ চাঙ্কি পাণ্ডের কন্যা অনন্যা পাণ্ডের। তিনিও ধীরুভাই অম্বানী ইন্টারন্যাশনাল স্কুল থেকেই পড়াশোনা করেছেন৷ পরে লস অ্যাঞ্জেলসে ইউএসসি অ্যানেবার্গ স্কুলে সাংবাদিকতা নিয়ে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা করার জন্যে আবেদন করেছিলেন। কিন্তু সেই সময় শ্যুটিংয়ের কাজে ব্যস্ত থাকায় কলেজে ভর্তি হওয়ার সুযোগ হাতছাড়া করেন অনন্যা৷  


২০১৮ সালে ‘ধড়ক’ ছবিতে আত্মপ্রকাশ শ্রীদেবী কন্যার৷ এর পর ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’, ‘রুহি’-র মতো একাধিক ভালো ছবি উপহার দিয়েছেন তিনি৷ প্রাথমিক স্তরে জাহ্নবী জুহু এলাকার ইকোলে মন্ডিয়ালে ওয়ার্ল্ড স্কুল থেকে পড়াশোনা করলেও পরবর্তীকালে তিনি ভর্তি হন ধীরুভাই অম্বানী ইন্টারন্যাশনাল স্কুলে৷ এর পর আমেরিকার লি স্ট্রার্সবার্গ থিয়েটার অ্যান্ড ইনস্টিটিউটে স্নাতকের ডিগ্রি নিয়ে তিনি মুম্বইয়ে ফিরে আসেন৷


জাহ্নবীর বোন খুশি কাপুরও ধীরুভাই অম্বানী ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়াশোনা শেষ করে নিউ ইয়র্ক ফিল্ম অ্যাকাডেমিতে ভর্তি হন। জানা যায়, সোনম কপূর, ইমরান খান, কঙ্গনা রানাউতও এখান থেকে পড়াশোনা করেছিলেন।

Around The Web

Trending News

You May like