প্রতারণার অভিযোগে গ্রেফতার বলিউড প্রযোজক

মুম্বই: ১৬ কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন প্রযোজক প্রেরণা অরোরা। তাঁর বিরুদ্ধে এই অভিযোগ আনেন পূজা ফিল্মসের অধিকর্তা বাসু ভাগনানি। অভিযোগ, চুক্তি ভেঙে কেদারনাথ সিনেমার স্বত্ব রনি স্ক্রুওয়ালার হাতে তুলে দেন প্রেরণা। যার জন্য ১৬ কোটি টাকা ক্ষতি হয় বাসু ভাগনানির। চলতি বছরের ১৪ জুলাইয়ে প্রেরণার বিরুদ্ধে পুলিশে এফআইআর করেন বাসু ভাগনানি। মুম্বই পুলিশের

প্রতারণার অভিযোগে গ্রেফতার বলিউড প্রযোজক

মুম্বই: ১৬ কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন প্রযোজক প্রেরণা অরোরা। তাঁর বিরুদ্ধে এই অভিযোগ আনেন পূজা ফিল্মসের অধিকর্তা বাসু ভাগনানি। অভিযোগ, চুক্তি ভেঙে কেদারনাথ সিনেমার স্বত্ব রনি স্ক্রুওয়ালার হাতে তুলে দেন প্রেরণা। যার জন্য ১৬ কোটি টাকা ক্ষতি হয় বাসু ভাগনানির। চলতি বছরের ১৪ জুলাইয়ে প্রেরণার বিরুদ্ধে পুলিশে এফআইআর করেন বাসু ভাগনানি। মুম্বই পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং (ইওডাব্লিউ) প্রেরণাকে তাদের হেপাজতে নিয়েছে। সূত্রের খবর, প্রেরণাকে ১০ ডিসেম্বর পর্যন্ত হেপাজতে রাখবে ইওডাব্লিউ। সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি কেদারনাথ-এর প্রযোজনার দায়িত্বে ছিলেন প্রেরণা। রুস্তম, প্যাডম্যান, পরি-এর মতো ছবিও প্রযোজনা করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 4 =