গত ১০ বছরে কতটা বদলে গিয়েছেন বলি তারকরা? দেখুন ছবি

গত ১০ বছরে কতটা বদলে গিয়েছেন বলি তারকরা? দেখুন ছবি

 

মুম্বই: সম্প্রতি নেট দুনিয়া মজেছে ‘টেন ইয়ার্স চ্যালেঞ্জে’৷ ১০ বছরের বদল তুলে ধরতেই এখন ব্যস্ত নেট নাগরিকরা৷ এই ফাঁকে আমরাও দেখে নিই ১০ বছরে কতটা বদলে গিয়েছেন জনপ্রিয় তারকারা৷ দেখে নিন সবচেয়ে বেশি ইমপ্রেস করল কে৷ 

আলিয়া ভাট- এই দশ বছরে চনমনে মিষ্টি মেয়ে থেকে অসাধারণ রূপসী মহিলা হয়ে উঠেছেন আলিয়া ভাট৷ তাঁর ফ্যাশন সেন্স এক কথায় অসাধারণ৷ পরতে পরতে রয়েছে আভিজাত্যের ছোঁয়া৷ তাঁর স্টাইলিশ লুক মন জিতেছে অগণিত ভক্তের৷ 

 
 

করণ জোহার- কোরণ জোহর সর্বদাই তাঁর স্টাইলিশ লুকের জন্য পরিচিত৷ তবে আগের চেয়ে কিছুটা ওজন কমেছে তাঁর৷ এমনকী তাঁর স্টাইলও হয়ে উঠেছে আরও বেশি আধুনিক৷ বদলেছে তাঁর চুলের ধরন৷ কালো চুলে লেগেছে রুপোলি ছোঁয়া৷ 

 
 

সারা আলি খান- সাদামাটা কিশোরী থেকে সারা হয়ে উঠেছে লাস্যময়ী তরুণী৷ এই বিপুল পরিবর্তন সব সময়ই নজর কাড়ে৷ বয়ঃসন্ধি কী পরিবর্তন আনবে তা কেউই বলতে পারে না৷ একজন কতখানি বদলে যাবে, তাও বলা সম্ভব নয়৷ যার প্রকৃষ্ট উদাহরণ হতে পারে সারা৷ 

বিপাশা বসু-  বিপাশা মানেই লাবণ্য৷ তবে ১০ বছরে তাঁর রূপের মাধুর্য আরও বেড়ে গিয়েছে৷ আরও বেশি আভিজাত্যপূর্ণ হয়ে উঠেছেন বঙ্গ তনয়া৷ যেন তাঁরই অপেক্ষায় হলিউডের রেড কার্পেট৷ 

সোনম কাপর- যে সকল সেলিব্রিটি পরিবর্তনে চমক এনেছেন তাঁদের মধ্যে অন্যতম হলেন সোনম৷ ফ্লার্টি লুক থেকে অত্যন্ত মার্জিত ও পরিশীলিত হয়ে উঠেছেন অনিল-তনয়া৷ হালফিলে তাঁর সাজ পোশাক অত্যন্ত চিত্তাকর্ষক হয়ে উঠেছে৷ আগের চেয়ে অনেক বেশি পরিণত সোনম৷ 

রাজকুমার রাও- এক সময় প্রায় অপরিচিত ছিলেন রাজকুমার রাও৷ কিন্তু দশ বদলে গিয়েছে তাঁর সম্পূর্ণ স্টাইল৷ নিজের ফ্যাশন নিয়ে বারবার কাটাছেঁড়া করেছেন তিনি৷ রাজকুমার জানেন কী ভাবে নিজেকে মেলে ধরতে হয়৷ কী ভাবে পরিচর্যা করতে হয়৷ 

অর্জুন কাপুর- অর্জুন কাপুরের ছোটবেলার ছবি দেখলে বোঝার উপায় নেই, এটা তিনিই৷ সম্পূর্ণ ভোলবদল হয়ে গিয়েছে৷ তিনি আর কুচ্ছিত বাচ্চাটি নেই৷ হয়ে উঠেছেন আকর্ষক পুরুষ৷ 

 

প্রিয়াঙ্কা চোপড়া- বয়সের ছাপ স্পর্শ করতে পারেনি প্রিয়াঙ্কাকে৷ বরং তিনি আরও বেশি মোহময়ী হয়ে উঠেছেন৷ উল্লেখ জনকভাবে বদলে গিয়েছে তাঁর ফ্যাশন সেন্সও৷ তবে বলতেই হয় প্রতিটি লুকেই তিনি অত্যন্ত স্টাইলিশ৷ 

করিনা কাপুর- করিনা মানেই স্টাইল আইকন৷ একাইভাবে  ট্রেডিশনাল এবং সনাতন পোশাকে তিনি সাবলীল৷ ইন্সটাগ্রামে তাঁর ট্রেন্ডি লুক মন জিতেছে আপামর নেট নাগরিকের৷ 

 

অনুষ্কা শর্মা- গত ১০ বছরের পরিবর্তন এসেছে অনুষ্কার রূপেও৷ আগের চেয়ে তিনি অনেক বেশি পরিণত, স্নিগ্ধ৷ 

দীপিকা পাডুকোন- গত ১০ বছরে ব্যপক পরিবর্তন ঘটেছে দীপিকার চেহারায়৷ বর্তমানে তিনি সবচেয়ে বেশি ফ্যাশানিস্ট এবং স্টাইলিস্ট তারকা৷ তিনি বরাবরই সংবেদনশীল এবং আভিজাত্যপূর্ণ৷ তবে হালফিলে তা যেন এক অন্য মাত্রায় পৌঁছে গিয়েছে৷ 

ঐশ্বর্য রাই- ঐশ্বর্যর কাছে বয়স শুধু একটা সংখ্যা৷ তিনি আজও একই ভাবে লাস্যময়ী ‘তরুণী’৷ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 5 =