ঠিকরে বেরচ্ছে যৌবন, আগুন ঝরছে ক্লিভেজে, মৌনির ব্রা-লেটের দাম কত জানেন?

ঠিকরে বেরচ্ছে যৌবন, আগুন ঝরছে ক্লিভেজে, মৌনির ব্রা-লেটের দাম কত জানেন?

মুম্বই: বঙ্গ তনয়া মৌনি মানেই হট সেনশেসন৷ তাঁর সারা শরীর চুইয়ে পড়ছে উষ্ণ আবেদন৷ এবার সমুদ্র সৈকতে শরীরি আগুন জ্বালালেন অভিনেত্রী৷ বলিউডের প্রথম সারিতে জায়গা পাকা করে নেওয়া মৌনি সম্প্রতি গিয়েছিলেন তাঁর পছন্দের ডেস্টিনেশন মলদ্বীপে৷ সেখান থেকে একের পর এক হট ছবি পোস্ট করলেন বঙ্গ তনয়া৷ 

আরও পড়ুন- সাদা পোশাকের নীচে স্পষ্ট রঙিন ব্রা, উষ্ণতা ছড়িয়ে বিতর্কে দাউদের গার্লফ্রেন্ড

mouni

ব্রা-লেট-মিনিস্কার্টে খোলামেলা শরীরে নেট পাড়ায় ঝড় তুললেন মৌনি রায়৷ লাস্যময়ীর ছবি পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল৷ কিন্তু জানেন কি মৌনির এই ব্রা-লেটের দাম কত? উত্তর মিলেছে গোপী বৈদ্যর ওয়েবসাইটে৷ জানা গিয়েছে সোশ্যাল মিডিয়া কাঁপানো মৌনির এই ব্রালেটের দাম ১৬ হাজার টাকা৷ তবে এই প্রথম নয়৷ এর আগেও ব্রা-লেট আর বিকিনিতে অনুরাগীদের কাবু করেছেন মৌনি৷ এবারও ব্যতিক্রম নয়৷ ছবি পোস্ট হতেই ২ লক্ষ ভিউ হয়ে গিয়েছে৷ 

মৌনি

কখনও কালো ব্রা-লেট, কখনও হাই স্লিট স্কার্টে নিজেকে মেলে ধরেছেন মৌনি৷ তাঁর নির্মেদ শরীর, ফ্ল্যাট অ্যাবসে চোখ আটকেছে নেটিজেনদের৷ তাঁর খোলা মেলা শরীর যেন আগুনের স্ফুলিঙ্গ৷ তাঁর নতুন নতুন ছবি দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকেন ভক্তরাও৷ ছোট পর্দা থেকে যাত্রা শুরু করলেও ক্রমশ মৌনির কেরিয়ার গ্রাফ উর্ধমুখী৷  অক্ষয় কুমার, অমিতাভ বচ্চনের মতো তারকাদের সঙ্গে চুটিয়ে অভিনয় করতে দেখা গিয়েছে মৌনিকে৷  এবার নিজেকে রিফ্রেশ করার জন্য মৌনি গিয়েছিলেন মলদ্বীপ৷ আর সেখান থেকেই উষ্ণ ছবিতে ঘাম ঝরালেন বঙ্গ তনয়া৷

mouni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =