মুম্বই: সত্য ঘটনার উপর নির্মিত বদনাম-আশ্রম থ্রি নিয়ে দর্শকদের মধ্যে বাড়ছে উত্তেজনার পারদ৷ এই ছবিতে ববি দেওয়ের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন বঙ্গ তনয়া ত্রিধা চৌধুরী৷ প্রতিটি ফ্রেমে তিনি ধরা দিয়েছেন লাস্যময়ী রূপে৷ ববির সঙ্গে একাধিক অন্তরঙ্গ দৃশ্যে পর্দায় আগুন জ্বালিয়েছেন ত্রিধা৷
আরও পড়ুন- কাঞ্চন মল্লিকের স্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের হাই কোর্টে
এমএক্স মিডিয়ার এক ঊর্ধ্বতন কর্মকর্তার কথায়, “এক বদনাম…আশ্রম থ্রি’র দর্শক সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। অভিনেত্রী ত্রিধা চৌধুরীর সঙ্গে একাধিক অন্তরঙ্গ দৃশ্যে ধরা দিয়েছেন ববি দেওল।’’ বদনাম-আশ্রম থ্রি এমএক্স প্লেয়ারে ওয়েব সিরিজ তৈরি করা হয়েছে৷ আর এই মুহূর্তের সবচেয়ে বেশি চর্চায় রয়েছে বদনাম আশ্রম থ্রি৷ দেড় দিনে ১০০ মিলিয়ন ভিউ হয়েছে যৌনতায় ভরপুর এই ওয়েব সিরিজের৷ আশ্রমের ঘরে আগুন ধরানো যৌন দৃশ্যে দর্শকদের ঘাম ছুটেছে৷
সিজন-১ ও সিজন-২-এও একাধিক উত্তেজক দৃশ্যের শুটিং হয়েছিল। তবে ভিউয়ের ক্ষেত্রে আশ্রম থ্রি নতুন রেকর্ড গড়ার পথে এগোচ্ছে৷ এই ওয়েব সিরিজে ববিতা নামে একটি চরিত্রে দেখা গিয়েছে ত্রিধাকে৷ নিরালা বাবার চরিত্রে ধরা দিয়েছেন ববি৷ দর্শক এই ওয়াব সিরিজকে দারুণ ভাবে গ্রহণ করেছে৷ সেই সূত্রে শীর্ষে পৌঁছেছে এমএক্স প্লেয়ারও৷ আশ্রম থ্রি ওটিটি প্ল্যাটফর্মে দেখা সিরিজগুলির মধ্যে সর্বাধিক ভিউ-র খেতাবও জিতে নিয়েছে৷
এমএক্স মিডিয়ার ওই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সিজন টু ১৭ ঘন্টায় ৫০ মিলিয়ন ভিউয়ারশিপ অতিক্রম করেছিল৷ সিজন থ্রি ৩২ ঘন্টায় ১০০ মিলিয়ন ভিউয়ারশিপ অতিক্রম করেছে। ববি ও ত্রিধা ছাড়াও এই ওয়েব সরিজে রয়েছে অদিতি পোহনকার, চন্দন রায় সান্যাল, দর্শন কুমার, অনুপ্রিয়া গোয়েঙ্কা, এশা গুপ্তা, শচীন শ্রফের মতে অভিনেতা-অভিনেত্রীরা৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>