Aajbikel

বব বিশ্বাস মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে!

 | 
ফোন

মুম্বই: বড়পর্দায় নয়, বব বিশ্বাস ছবিটি মুক্তি পেতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে৷ এমনটাই জানা গিয়েছে৷ সূত্রের খবর, ইতিমধ্যেই জি ফাইভের সঙ্গে প্রযোজনা সংস্থার চুক্তি সম্পন্ন হয়েছে। তবে ছবির রিলিজ ডেট এখনও চূড়ান্ত হয়নি। 


করোনা নামক অতিমারিতে সিনেমা হলে দর্শকরা প্রায় যাওয়াই ছেড়ে দিয়েছেন৷ আর বাড়িতে বসে ওটিটিতে সব সিনেমাই পেয়ে যাচ্ছেন তাঁরা৷ তাই বেশিরভাগ ছবিই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ছে৷ ফলে দর্শক টানতে ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির সিদ্ধান্ত নেয় টিম। 


ছবিতে অভিষেক বচ্চনের সঙ্গে রয়েছেন চিত্রাঙ্গদা সিংও। এই চরিত্রটির সঙ্গে অনেক রহস্য জড়িয়ে থাকায় ছবি মুক্তি না হওয়া পর্যন্ত এই চরিত্রটিকে গোপনই রাখতে চান পরিচালক-প্রযোজক। উল্লেখ্য, সুজয় ঘোষের সুপারহিট ছবি 'কাহানি'র মুখ্য চরিত্র ছিল বিদ্যা বাগচী হলেও, সেই চরিত্রকে ছাপিয়ে গিয়েছিল আর এক চরিত্র বব বিশ্বাস৷ সেই বব বিশ্বাসের চরিত্র নিয়েই তৈরি হয়েছে একটি গোটা ছবি। ছবির নাম বব বিশ্বাস৷ ছবির পরিচালক সুজয় ঘোষের মেয়ে দিব্যা অন্নপূর্ণা ঘোষ। এই ছবির সংগীত পরিচালক অনুপম রায়। শাহরুখ খানের প্রযোজনায় গত নভেম্বরেই কলকাতার বিভিন্ন লোকেশনে এই ছবির শ্যুট করেছেন অভিষেক বচ্চন। 

Around The Web

Trending News

You May like