Aajbikel

‘দ্য কাশ্মীর ফাইলস’ শেষ হতেই উঠল 'জয় শ্রীরাম' ধ্বনি, নবীনার সামনে ব্যাপক উত্তেজনা

 | 
কাশ্মীর ফাইলস

কলকাতা: রুপোলি পর্দায় ফুটে উঠেছে কাশ্মীরি পণ্ডিতদের ইতিহাস৷ তাঁদের নিয়ে তৈরি হয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’৷ গত শুক্রবার ছবিটি মুক্তি পেয়েছে৷ আর এই ছবিকে কেন্দ্র করেই তোলপাড় কলকাতার নবীনা সিনেমা হল৷ শো শেষ হতেই হলের বাইরে ‘জয় শ্রী রাম’ ধ্বনি তুললেন বিজেপি’র সমর্থকরা৷ কাশ্মীরি পণ্ডিতদের ন্যায় বিচারের দাবিতে উঠল ‘ভারত মাতা কি জয়’ ধ্বনি৷ 

আরও পড়ুন- ‘মায়ের বান্ধবীর সঙ্গে সঙ্গম করেছিলাম’, ডার্ক সিক্রেট ফাঁস শিবমের

‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে সারা দেশের মতো  উত্তেজনা রয়েছে বাংলাতেও৷ মঙ্গলবার প্রিন্স আনওয়াল শাহ রোডে নবীনা হলে শো শেষ হতেই সরগরম হয়ে উঠল হল চত্বর৷ ছবিতে কাশ্মীরি পণ্ডিতদের যে যন্ত্রণার ছবি তুলে ধরা হয়েছে, তা দেখার পরেই প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন গেরুয়া ধ্বজাধারীরা৷ তাঁদের দাবি, কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দিয়ে সঠিক কাজ করেছে নরেন্দ্র মোদী সরকার৷ 


যদিও এদিনের ঘটনায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷ উত্তেজনা ছড়াতেই পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নবীনার কর্ণধার নবীন চৌখানি বলেন, ''সিনেমা হলের ভিতরে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিক্ষোভ হয়েছে হলের বাইরে৷ শো যেমন চলছে তেমন ভাবেই চলবে। পুলিশ-প্রশাসন প্রয়োজন মনে করলে সিনেমা হলের বাইরে নিরাপত্তা বাড়াতে পারে।'' আপাতত নবীনায় দ্য কাশ্মীর ফাইলের দুটি শো চলছে৷ একটি সকাল সাড়ে ১১টা৷ অন্যটি সন্ধে ৭টা ৪৫ থেকে৷ 


মুক্তি পাওয়ার পর থেকেই বিতর্কে  বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবিটি৷ ছবিটি তৈরি হয়েছে কাশ্মীরের রাজনৈতিক প্রেক্ষাপটের উপর ভিত্তি করে৷ ১৯৯০-এর দশকে যেভাবে কাশ্মীরি হিন্দু পণ্ডিতদের উপত্যকা থেকে বিতারিত করা হয়েছিল, সেই ভয়াবহ যন্ত্রণার কথাই তুলে ধরা হয়েছে দ্য কাশ্মীর ফাইলস ছবিতে৷


 

Around The Web

Trending News

You May like