Aajbikel

‘দেবী দর্শন’! জন্মের দু’বছর পর কন্যার মুখ দেখালেন বিপাশা-করণ

 | 
বিপাশা-করণ

কলকাতা: অপেক্ষার অবসান৷ অবশেষে আন্তর্জাতিক নারী দিবসে হল ‘দেবী দর্শন’৷ দুই বছর পর মেয়ের সঙ্গে নেটিজেনদের পরিচয় করিয়ে দিলেন বিপাশা বসু৷ ২০২২ সালের নভেম্বর মাসে কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন বাঙালি অভিনেত্রী৷ কিন্তু এতদিন মেয়েকে পাপারাৎজিদের কাছ থেকে দূরেই সরিয়ে রেখেছিলেন বিপাশা ও তাঁর স্বামী করণ সিং গ্রোভার৷ প্রথম থেকেই দেবীকে নিয়ে উৎসাহ রয়েছে অনুরাগী মহলে৷ বিভিন্ন সময়ে মেয়ের ছবি সমাজমাধ্যমে পোস্ট করলেও দেবীর মুখ দেখাননি তাঁরা৷  শুক্রবার অবশেষে অনুরাগীদের কৌতূহল দূর করে মেয়েকে সামনে আনলেন করণ ও বিপাশা।

সোশ্যাল মিডিয়ায় ছোট্ট দেবীর একটা ভিডিয়ো পোস্ট করেছেন অভিনেত্রী। সেখানে ফুটফুটে দেবীকের ঝলক মিলেছে৷ মাথার উপর ছোট্ট দুটো ঝুঁটি৷ একগাল হাসি মুখে মাখিয়ে খেলে চলেছে সে। মেয়ের ওই ভিডিয়োটি পোস্ট করে অনুরাগীদের শিবরাত্রি ও নারী দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তারকা দম্পতি। সেই সঙ্গে তাঁরা লেখেন, ‘‘দেবী এবং আমাদের তরফে আপনাদের মহাশিবরাত্রি ও নারী দিবসের শুভেচ্ছা।’’

 

 

Around The Web

Trending News

You May like