বিগ বসে সলমনের আয় জানেন ভ্যাবাচ্যাকা খাবেন আপনিও!

মুম্বই : কালার্স টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস৷ ২০১০ সাল থেকে অনুষ্ঠানটির সঞ্চালনা করে আসছেন সলমন খান। ‘বিগ বস ১৩’ আসরের শুটিং শুরু হবে শিগগিরই। জানা গিয়েছে, এ আসরেও সঞ্চালনার ভূমিকায় দেখা যাবে ভাইজানকে৷ ডেকান ক্রনিকেল জানাচ্ছে, সলমন খান প্রথম যখন এই রিয়েলিটি শো সঞ্চালনা করেন, তখন প্রতি পর্বের জন্য তাঁকে দিতে হতো আড়াই

বিগ বসে সলমনের আয় জানেন ভ্যাবাচ্যাকা খাবেন আপনিও!

মুম্বই : কালার্স টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস৷ ২০১০ সাল থেকে অনুষ্ঠানটির সঞ্চালনা করে আসছেন সলমন খান। ‘বিগ বস ১৩’ আসরের শুটিং শুরু হবে শিগগিরই। জানা গিয়েছে, এ আসরেও সঞ্চালনার ভূমিকায় দেখা যাবে ভাইজানকে৷ ডেকান ক্রনিকেল জানাচ্ছে, সলমন খান প্রথম যখন এই রিয়েলিটি শো সঞ্চালনা করেন, তখন প্রতি পর্বের জন্য তাঁকে দিতে হতো আড়াই কোটি টাকা৷

আর দ্বাদশ আসরের প্রতি পর্বের জন্য তাকে দেওয়া হয়েছে ১৪ কোটি টাকা৷ পুরো আসরের জন্য তিনি পেয়েছিলেন ২৯৪ কোটি টাকা৷ এবার জানা গিয়েছে, ‘বিগ বস-১৩’ আসরের সলমনের পারিশ্রামিকের কথা৷ এই আসরে প্রতি পর্ব মিলিয়ে কর্তৃপক্ষকে গুনতে হবে ৩১ কোটি টাকা৷ সবমিলিয়ে সালমনকে দিতে হবে ৪০০ কোটি টাকা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =