মুম্বই: বিদ্যা বালনে'র পরবর্তী ছবি 'শকুন্তলা দেবী' নিয়ে জল্পনা তুঙ্গে। এই ছবিতে দর্শক বিদ্যা'কে শকুন্তলা দেবী'র চরিত্রেই দেখতে চলেছেন। অঙ্কের 'ম্যাজিক উইমেন' হওয়ার পাশাপাশি শকুন্তলা দেবী এক কন্যার মা'ও বটে। মা ও মেয়ের সম্পর্কের গভীরতা নিয়েই বিদ্যা একটি সাদাকালো ভিডিও পোস্ট করলেন। এই ভিডিওটি তিনি ভারতীয় কন্যাদের উৎসর্গ করেছেন।
মেয়ে ও মায়ের সম্পর্ককে সহজ ভাষায় বোঝান যায় না কখনই। তাদের মধ্যে স্নেহের পাশাপাশি একটা গভীর বন্ধুত্ব থাকে। তেমনই আজ সারা বিশ্বে মেয়েদের পাশে এসে দাঁড়াচ্ছে মেয়েরাই। উইম্যান এমপাওয়ারমেন্ট' এর সূচনা হয়েছে ভারতেও। সেখানে শকুন্তলা দেবী একজন ভারতীয় গণিত বিশেষজ্ঞ হওয়ার পাশাপাশি একজন মা'ও। আর তার চরিত্রে বিদ্যা নিজেকে সঁপে দিয়ে পরবর্তী ছবিতে দেখা দিতে চলেছেন। তাই সকল ভারতীয় কন্যাদের জন্য একটি অসাধারণ কবিতা লিখলেন তিনি। 'ডিয়ার ডটার অফ ইন্ডিয়া', এই কবিতা ভারতীয় মেয়েদের সাথে তার মায়ের সম্পর্ককে উৎসর্গ করা।
এই কবিতায় বলা হয়েছে প্রত্যেক মা'ও একসময় কারোর মেয়ে ছিলেন। কবিতাটি প্রত্যেক মেয়েকে তাদের জীবন বোধে জাগিয়ে তুলতে সাহায্য করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হিসাবে প্রত্যেক মেয়ের স্বপ্নকে সত্যি করতে সাহস জোগায় এই কবিতা। অভিনেত্রী বিদ্যা এই কবিতাকে খুব সুন্দর ভাবে পাঠ করেছেন। কবিতাটির দৃশ্য সাদাকালোতে শুট করা হয়েছে। বিদ্যা তাঁর অনস্ক্রিন অনবদ্য অভিনয়ের মতই অফস্ক্রিনেও মেয়েদের জাগিয়ে তুলতে চেষ্টা করেছেন। এই ছবিতে শকুন্তলা তাঁর সমস্ত বাঁধা বিপত্তিকে জয় করে তাঁ স্বপ্নকে সত্যি করেছিলেন। বিদ্যা যেন এই কবিতার মাধ্যমে ভারতের প্রতিটা মেয়েকে সেইভাবেই এগিয়ে যেতে সাহস যোগাচ্ছেন। 'শকুন্তলা দেবী' ৩১ জুলাই থেকে আমাজন প্রাইমে দেখা যাবে।