কলকাতা: সোশ্যাল মিডিয়ার দৌলতে কে কখন ভাইরাল হয়ে যায়, তা বলা যায় না৷ তেমন ভাবেই অখ্যাত গ্রামের অন্ধকারময় জীবন থেকে একদিন ভাইরাল হয়েছিলেন রানু মণ্ডল আর ভুবন বাদ্যকর৷ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তা হারিয়েছে রানাঘাটের রানুর৷ হারিয়ে গিয়েছেন স্পটলাইট থেকে৷ মুম্বইয়ের ঝাঁ চকচকে স্টুডিও থেকে ফিরে গিয়েছেন ছোট্ট ঘরে৷ তবে বাদামকাকু একই ভাবে জিইয়ে রেখেছেন নিজের অস্তিত্ব৷ তাঁর কাঁচা বাদাম গানটি এখনও জনপ্রিয়তার শিখরে৷ আর সেই জনপ্রিয়তায় ভর করেই নিজের জীবন গুছিয়ে নিয়েছেন তিনি৷ কিনেছেন সেকেন্ড হ্যান্ড গাড়ি৷ বানিয়েছেন বিশাল বাড়ি৷ তিনি যে এত সহজে হারিয়ে যাবেন না, তা বুঝিয়ে দিয়েছেন ভুবন৷
আরও পড়ুন- আগে যদি বুঝতে পারতাম…! মঞ্জুষার মৃত্যুতে চরম আক্ষেপ স্বামীর
বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাদাম কাকু বাদাম বেচতে গিয়েই বানিয়েছিলেন কাঁচা বাদাম গানটি৷ সোশ্যাল মিডিয়ার জেরে সেই গানেই রাতারাতি সেলিব্রিটি হয়ে ওঠেন তিনি। এক গানেই ভুবন খ্যাত হন তিনি৷ কাঁচা বাদাম গানটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই ভাইরাল হয়ে যায়। গানের দুনিয়ায় দাপট দেখানোর পর নতুন জগতে পা রাখতে চলেছেন ভুবন বাদ্যকর৷ তিনি আসছেন অভিনয়ের জগতে। জানা গিয়েছে, শ্রী দুর্গা ওপেরা নামে একটি যাত্রা গোষ্টির হাত ধরে অভিনয়ের জগতে পা রাখতে চলেছেন বাদাম কাকু। তিনি যে যাত্রা পালায় অভিনয় করবেন তাঁর নাম ‘খোকাবাবুর খেলাঘর’। এই বছরই তা মঞ্চে অনুষ্ঠিত হবে।
এই যাত্রাপালায় হারিয়ে যাওয়া বিবেকের ভূমিকায় অভিনয় করবেন ভুবন৷ ইতিমধ্যেই এই যাত্রার পোস্টার সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে৷ ভুবন নিজে একটি ভিডিও বার্তার মাধ্যমে এই যাত্রা সম্পর্কে ঘোষণা করেছেন৷ যদিও কবে এই যাত্রা অনুষ্ঠিত হবে অথবা ভুবন বাদ্যকর কতক্ষণের জন্য অভিনয় করবেন, সে সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি৷ তবে ভুবন বাদ্যকরের হাত ধরে হারাতে বসা যাত্রাপালার নতুন দিগন্ত উন্মুক্ত হবে বলেই আশা তাঁর অনুরাগীদের৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>