ভবঘুরের জীবন ফেলে গান রেকর্ডিং রানুর, পেলেন মাথা গোজার ঠাঁই

রানাঘাট: সোশ্যাল মিডিয়ার দৌলতে রাতারাতি সেলিব্রিটি রানু মণ্ডল৷ তাঁর গানে মুগ্ধ মুম্বই থেকে কলকাতা৷ লতাকন্ঠী রানু এবার জীবনে প্রথম পা রাখলেন কলকাতার রেকর্ডিং স্টুডিওয়৷ স্টুডিওয় বসে গাইলেন গান৷ করা হল রেকর্ডিং৷ রানাঘাটের বেগোপাড়ায় রানুদেবীর বাড়ি থেকে ঝা চকচকে দামি গাড়ি করে নিয়ে যাওয়া হয় স্টুডিওয়৷ কলকাতার স্টুডিওয় পৌঁছে প্রথমেই রানুদেবীর মেকআপ করানো হয়৷ রিহার্সালের পর

ভবঘুরের জীবন ফেলে গান রেকর্ডিং রানুর, পেলেন মাথা গোজার ঠাঁই

রানাঘাট: সোশ্যাল মিডিয়ার দৌলতে রাতারাতি সেলিব্রিটি রানু মণ্ডল৷ তাঁর গানে মুগ্ধ মুম্বই থেকে  কলকাতা৷ লতাকন্ঠী রানু এবার জীবনে প্রথম পা রাখলেন কলকাতার রেকর্ডিং স্টুডিওয়৷ স্টুডিওয় বসে গাইলেন গান৷ করা হল রেকর্ডিং৷

রানাঘাটের বেগোপাড়ায় রানুদেবীর বাড়ি থেকে ঝা চকচকে দামি গাড়ি করে নিয়ে যাওয়া হয় স্টুডিওয়৷ কলকাতার স্টুডিওয় পৌঁছে প্রথমেই রানুদেবীর মেকআপ করানো হয়৷ রিহার্সালের পর শুরু হয় স্টুডিওতে সাক্ষাৎকার৷ ভবঘুরের জীবন থেকে সেলিব্রিটি নানা কাহিনী একের পর এক আওড়াতে গাইতে থাকেন গান৷ বলতে ভোলেননি তাঁর সেলিব্রিটি হওয়ার পিছনে যুবকের ভূমিকা৷

বুধবার শহরের একটি বিউটি পার্লারে রানুদেবীকে নতুন সাজা দেওয়া হয়৷ রানাঘাট-২ বিডিও খোকন বর্মন কন্যাশ্রী দিবসে রানুদেবীকে সংবর্ধনা ও গান করার অনুরোধ জানিয়েছেন বলে খবর৷ রানুদেবীকে সরকারি বাড়ি থেকে  পেনশন ও ভোটার, আধার কার্ড বানিয়ে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে স্থানীয় প্রশাসন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =