ইংরেজদের হারিয়ে বিশ্ব খেতাব জিতলেন বাঙালি তনয়া ভাষা

লন্ডন: ফের গোটা বিশ্বকে চমকে দিলেন আরও এক বাঙালি তনয়া ভাষা মুখোপাধ্যায়৷ বাঘা-বাঘা প্রতিযোগীদের হারিয়ে মিস ইংল্যান্ডের শিরোপা জিতলেন বাঙ্গ তনয়া৷ ইংল্যান্ডের উঠতি মডেলের বুদ্ধি ও সৌন্দর্যের নিরিখে হারিয়ে গোটা ইংল্যান্ডের নজরে এই বাঙালি কন্যা৷ পেশায় চিকিৎসক ভাষা মুখোপাধ্যায় ইংল্যান্ডের ডার্বির বাসিন্দা৷ বছর ২৩-এর এই বাঙালি কন্যার রয়েছে দু’দুটো ডাক্তারির ডিগ্রি৷ পাঁচটি ভাষায় সাবলীল ভাবে

ইংরেজদের হারিয়ে বিশ্ব খেতাব জিতলেন বাঙালি তনয়া ভাষা

লন্ডন: ফের গোটা বিশ্বকে চমকে দিলেন আরও এক বাঙালি তনয়া ভাষা মুখোপাধ্যায়৷ বাঘা-বাঘা প্রতিযোগীদের হারিয়ে মিস ইংল্যান্ডের শিরোপা জিতলেন বাঙ্গ তনয়া৷

ইংল্যান্ডের উঠতি মডেলের বুদ্ধি ও সৌন্দর্যের নিরিখে হারিয়ে গোটা ইংল্যান্ডের নজরে এই বাঙালি কন্যা৷ পেশায় চিকিৎসক ভাষা মুখোপাধ্যায় ইংল্যান্ডের ডার্বির বাসিন্দা৷ বছর ২৩-এর এই বাঙালি কন্যার রয়েছে দু’দুটো ডাক্তারির ডিগ্রি৷ পাঁচটি ভাষায় সাবলীল ভাবে কথা বলতে পারেন ভাষা৷

ইংরেজদের হারিয়ে বিশ্ব খেতাব জিতলেন বাঙালি তনয়া ভাষাএবারের ইংল্যান্ডসুন্দরী ভাষা মুখোপাধ্যায় বাংলা, হিন্দি, ইংরাজির পাশাপাশি জার্মান ও ফ্রেঞ্চেও লিখতে-পড়তে-বলতে জানেন৷ তাঁর বুদ্ধিমত্তার পরিমাপক মান ১৪৬৷ সাধারণত কোনও ব্যক্তির ১৪০-এর উপরে আইকিউ থাকলেও অতি বুদ্ধিমতী তিনি৷

ইংরেজদের হারিয়ে বিশ্ব খেতাব জিতলেন বাঙালি তনয়া ভাষাভাষার জন্ম ভারতে৷  ৯ বছর বয়সে পরিবারের সঙ্গে চলে যান ইংল্যান্ডে৷ সেখানেই বেড়েওঠা৷ মেধাবী ছাত্রীও ছিলেন তিনি৷ মেডিক্যাল কলেজে পড়াশোনার সময়েই অংশ নেন সুন্দরী প্রতিযোগিতায়৷ পড়াশোনার থেকে একটু বিরতি রেখে প্রতিযোগিতায় অংশগ্রহণ তিনি৷ সেই প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতে যান সেরার খেতাব৷ চলতি মাসেই বস্টনের একটি হাসপাতালে চিকিৎসক হিসাবে যোগ দেওয়ার কথা ভাষা মুখোপাধ্যায়ের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 8 =