মুম্বই: মাদক কাণ্ডে গ্রেফতার হওয়ার পর শাহরুখ-পুত্র আরিয়ান খানের ঠিকানা এখন আর্থার রোড জেল৷ সোমবার তাঁর জামিনের শুনানি পিছিয়ে যাওয়ায় বুধবার পর্যন্ত সেখানেই থাকতে হবে তাঁকে৷ আর পাঁচজন সাধারণ কয়েদির মতোই আর্থার রোড জেলে দিন কাটছে শাহরুখ-পুত্রের৷ তবে আরিয়ানই প্রথম নন৷ এর আগে আরও পাঁচ বলিউড তারকা রাত কাটিয়েছেন এখানে৷ জানেন তাঁরা কারা?
সলমন খান- গাড়ির চাকায় ঘুমন্ত ফুটপাতবাসীদের পিষ্ট করার ঘটনায় বন্দি সলমন খানের ঠিকানাও হয়েছিল আর্থার রোড জেল৷ ২০০২ সালের ঘটনা৷ মত্ত অবস্থায় গাড়ি চালনোর অভিযোগ ওঠে সলমনের বিরুদ্ধে৷
রাজ কুন্দ্রা- পর্নকাণ্ডে প্রায় ২ মাস আর্থার রোড জেলে বন্দি ছিলেন অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা৷ গতমাসে ব্যক্তিগত ৫০ হাজার টাকা বন্ডে জামিন পান তিনি৷ গত জুলাই মাসে মুম্বইয়ের বাড়ি থেকেই গ্রেফতার হন রাজ কুন্দ্রা৷ পর্নগ্রাফি ভিডিয়ো শ্যুট করে বিভিন্ন অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে রাজের বিরুদ্ধে৷
সুরজ পাঞ্চালি- জিয়া খান মৃত্যু মামলায় আদিত্য পাঞ্চলির ছেলে সুরজ পঞ্চালির বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছিলেন অভিনেত্রীর মা৷ সেই সময় সুরজকেও রাত কাটাতে হয়েছিল এই জেলের কুঠরিতেই৷
সাইনি আহুজা- ২০০৯ সালে বাড়ির পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হন সাইনি আহুজা৷ ওই পরিচারিকার অভিযোগ ছিল, স্ত্রী বাড়ি না থাকার সুযোগে তাঁকে ধর্ষণ করেছিলেন সাইনি৷ গ্রেফতার হওয়ার পর সাইনিকে নিয়ে যাওয়া হয় আর্থার রোড জেলেই৷
সঞ্জয় দত্ত- ১৯৯৩ সালে মুম্বই হামলার অভিযোগে অভিযুক্ত সঞ্জয় দত্ত দীর্ঘ দিন আর্থার রোড জেলে কাটিয়েছেন৷ টাডা আইনে গ্রেফতার হয়েছিলেন তিনি৷ পরে অবশ্য তিনি জামিন পেয়েছিলেন৷