ভারতীয় ছবি থেকে ‘টোকা’ ‘ব্যাটম্যান’ ছবির মিউজিক!

মুম্বই: হলিউড থেকে নকল করে ছবি বানানো বলিউডে নতুন ঘটনা নয়। অনেক সিনেমাই হলিউডের কোনও কোনও সিনেমা থেকে অনুপ্রাণিত বলে শুরু হয়। আর তারপর দেখা যায় ছবিটি আদ্যোপান্ত হলিউডের কোনও ছবির নকল। শুধু ছবি নয়, ছবির পোস্টার ও বহু ক্ষেত্রে হলিউডকে 'টুকেছে' বলিউড। কিন্তু বলিউডের ছবি কখনও হলিউড নকল করতে পারে? সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে।
 

মুম্বই: হলিউড থেকে নকল করে ছবি বানানো বলিউডে নতুন ঘটনা নয়। অনেক সিনেমাই হলিউডের কোনও কোনও সিনেমা থেকে অনুপ্রাণিত বলে শুরু হয়। আর তারপর দেখা যায় ছবিটি আদ্যোপান্ত হলিউডের কোনও ছবির নকল। শুধু ছবি নয়, ছবির পোস্টার ও বহু ক্ষেত্রে হলিউডকে 'টুকেছে' বলিউড। কিন্তু বলিউডের ছবি কখনও হলিউড নকল করতে পারে? সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে।

হলিউড সিনেমা দেখলে শুধু বলিউড অনুপ্রাণিত হয়, এই অভিযোগ অবশ্য মিথ্যে। কারণ হলিউডের সিনেমা থেকে আঞ্চলিক অনেক সিনেমাও অনুপ্রাণিত হয়েছে। কিন্তু এবার যা হল তা সম্পূর্ণ ব্যতিক্রম। দক্ষিণী একটি ছবি থেকে অনুপ্রাণিত হয়েছে হলিউড। আর সেই ছবি থেকে বানানো হচ্ছে হলিউডের বিখ্যাত সিনেমা। গোটা ছবিটি না হলেও খানিকটা অবশ্যই বলিউড থেকে 'টুকেছে' হলিউড। এমনটাই মত বিশেষজ্ঞ মহলের। ডিসি ইউনিভার্সের অ্যানিমেটেড ছবি 'ব্যাটম্যান: আ ডেথ ইন দ্য ফ্যামিলি' ছবিটির সঙ্গে দক্ষিণী ছবি 'কেজিএফ'-এর ব্যাকগ্রাউন্ড মিউজিকের অদ্ভুত মিল রয়েছে। বলা যায় 'কেজিএফ' থেকেই ব্যাকগ্রাউন্ড মিউজিক যেন 'টুকে' দিয়েছে 'ব্যাটম্যান'। সম্প্রতি রিলিজ করেছে ছবির প্রোমো। আর ছবি প্রোমো রিলিজ করার পরই এই ঘটনা সামনে এসেছে।

আরও পড়ুন: করোনা যুদ্ধে ফের অবদান বাদশার, কোয়ারেন্টাইন সেন্টার থেকে ICU-তে বদলে গেল শাহরুখের অফিস

দক্ষিণ অভিনেতা যশ এবং শ্রীনিধি শেটি অভিনীত ছবি 'কেজিএফ' বক্স বক্স অফিসে প্রচুর সাড়া ফেলেছিল। ছবির গান মন কেড়েছিল দর্শকের। এবার আসছে 'কেজিএফ ২'। এই ছবিতে দেখা যাবে সঞ্জয় দত্তকে। ছবির শুটিং বহুদিন আগে শুরু হয়ে গিয়েছে। এমনকী ৯০ শতাংশের শুটিং হয়েও গিয়েছে। বাকি শুটিংটা হওয়ার কথা ছিল ১৫ আগস্ট। কিন্তু করোনা পরিস্থিতির মধ্যে ১৫ আগস্ট থেকে শুটিং শুরু হবে কিনা তা নিয়ে এখনও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। এখনও ২৫ দিনের মতো শুটিং বাকি রয়েছে বলে খবর। ছবির এক্সিকিউটিভ প্রডিউসার কার্তিক জানিয়েছেন, শুটিং শুরু হলে সমস্ত নির্দেশিকা মেনেই শুরু হবে। টেকনিশিয়ানদের কাছেরই একটি হোটেলে অস্থায়ীভাবে থাকতে দেওয়া হবে। যতদিন না ছবির শুটিং শেষ হয় ততদিন পর্যন্ত কাউকে বাইরে বের হতে দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − eighteen =