বাণী কাপুরের স্তনে ‘রাম’ নাম! ধর্মে আঘাত, গড়াল মামলা!

মুম্বই: ফের লোকের মুখে মুখে ঘুরছেন বাণী কাপুর৷ তবে এবার সিনেমার জন্য নয়৷ বিতর্কিত ফটোর জন্য৷ বিতর্ক উঠেছে তাঁর পোশাক নিয়ে৷ যে ছবি গিয়ে বিতর্ক, সেই পোশাকটিতে যা লেখা রয়েছে, তা নাকি ধর্মীয় ভাবাবেগকে আঘাত করেছে৷ এমনই মনে করে প্রতিবাদ করেছে নেটিজেনদের একাংশ৷ গড়িয়েছে মামলা৷ তবে পোষাক নিয়ে প্রতিবাদ করেই ক্ষান্ত হননি প্রতিবাদীরা৷ অভিযোগ গিয়েছে

বাণী কাপুরের স্তনে ‘রাম’ নাম! ধর্মে আঘাত, গড়াল মামলা!

মুম্বই: ফের লোকের মুখে মুখে ঘুরছেন বাণী কাপুর৷ তবে এবার সিনেমার জন্য নয়৷ বিতর্কিত ফটোর জন্য৷ বিতর্ক উঠেছে তাঁর পোশাক নিয়ে৷ যে ছবি গিয়ে বিতর্ক, সেই পোশাকটিতে যা লেখা রয়েছে, তা নাকি ধর্মীয় ভাবাবেগকে আঘাত করেছে৷ এমনই মনে করে প্রতিবাদ করেছে নেটিজেনদের একাংশ৷ গড়িয়েছে মামলা৷

তবে পোষাক নিয়ে প্রতিবাদ করেই ক্ষান্ত হননি প্রতিবাদীরা৷ অভিযোগ গিয়েছে পুলিশের কাছেও৷ আসলে তাঁরা পোষাকে রাম শব্দটি লেখা ছিল৷ তাতেই চোটে গিয়েছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি৷ তাদের চোখে বাণী কাপুরের পরিহিত পোষাকটি মাপে ছোট এবং তা অশ্লীল৷ যেখানে রামের মতো পবিত্র শব্দটি লেখার কোন অধিকার নেই বাণী কাপুরের৷ এমনই মনে করছেন অনেকে অনেকেই৷

আবার অনেকেই বাণী কাপুরের পাশে দাঁড়িয়েছেন৷ তাঁদের মতে ফ্যাশন দুনিয়ায় এমন ঘটনা সারা পৃথিবীতেই আকছার ঘটছে৷ এই নিয়ে এত মাথা ব্যাথা হওয়ার কোনো কারণ নেই৷ এখানেই কেউ অশ্রদ্ধা করেননি৷ কোনটা অশ্লীল, সেটা ঠিক করার দায়িত্ব সেই নেটিজেনদের ওপর বর্তাবে না বলেই মনে করছে নেটিজেনদের বড় অংশ৷ কিন্তু বিতর্ক এখানেই থামছে না৷ জানা গিয়েছে, এই ছবি ভাইরাল হওয়ার পর থেকেই বাণী কাপুরকে নানাভাবে হেনস্থা করার চেষ্টা করা কাজ চলছে৷ অন্যদিকে বাণী কাপুরের ফোনে হুমকি আসছে বলেও অভিযোগ৷

বাণী কাপুরের স্তনে ‘রাম’ নাম! ধর্মে আঘাত, গড়াল মামলা!

জানা গিয়েছে, আসলে এই ঘটনার সূত্রপাত ঘটেছে বাণী কাপুরের নিজস্ব সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে৷ সেখানে নিজের একটি ছবি পোস্ট করেছেন বাণী কাপুর৷আর সেখানেই তাঁর পোশাকে লেখা রয়েছে রাম নাম৷ আর তাতেই যত আপত্তি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 7 =