Aajbikel

জোরকদমে চলছে অগ্রিম বুকিং! 'পাঠান' নিয়ে প্রবল উচ্ছ্বাস বাংলাদেশে

 | 
পাঠান

ঢাকা: অনেক প্রশ্ন ছিল। অবশেষে সব প্রশ্নের উত্তর মিলেছে। দীর্ঘ প্রতীক্ষা এবং জটিলতা কাটিয়ে বাংলাদেশে মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের কামব্যাক ফিল্ম 'পাঠান'। প্রথমে শোনা গিয়েছিল ঢাকায় ইদে মুক্তি পাবে এই ছবি। কিন্তু তা হয়নি। আদতে কবে মুক্তি পাবে, বা আদৌ এই ছবি বাংলাদেশে মুক্তি পাবে কিনা তা নিয়ে জল্পনা ছিল। আপাতত সব জল্পনার অবসান ঘটিয়ে 'পাঠান' আসছে বাংলাদেশে। 

আগামী ১২ মে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে শাহরুখ 'বাদশা' খানের এই ছবি। প্রথম থেকেই বাংলাদেশে 'পাঠান' নিয়ে উত্তেজনা ব্যাপক ছিল। ভারতে মুক্তির ৩ মাস এবং ওটিটি রিলিজের কয়েক সপ্তাহ পর বাংলাদেশের হলগুলিতে এই ছবি কতটা চলবে তা নিয়ে একটা প্রশ্ন আছেই। তবে অনুমান, বাংলাদেশের মানুষের মধ্যে এই ছবি নিয়ে যা উন্মাদনা এবং শাহরুখ খানের প্রতি তাদের যে ভালোবাসা তা সেদেশেও 'পাঠান'কে একটি নতুন মাইলস্টোনে পৌঁছে দিতে পারে। ইতিমধ্যে যেটুকু খবর পাওয়া যাচ্ছে তাতে অগ্রিম বুকিংয়ে 'পাঠান' হাউজফুল হয়ে গিয়েছে। দেশের অধিকাংশ প্রেক্ষাগৃহে প্রায় সব শোয়ের টিকিট বিক্রি হয়েছে। 

প্রসঙ্গত, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই কোনও ভারতীয় ছবি সেদেশে মুক্তি পেত না। স্থানীয় কলাকুশলী এবং দেশের নাগরিকরা প্রতিবাদ করায় ভারতীয় ছবি সেদেশে নিষিদ্ধ। মাঝে ২০০৯ থেকে ২০১২ সালের মধ্যে একবার নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নেওয়া হলেও পরে আবার জারি করা হয়। বিশ্বের প্রায় ১১০টি দেশে বলিউডের সিনেমা নিয়মিত মুক্তি পেলেও বাংলাদেশ সেই তালিকা থেকে বাদ ছিল। তবে অবশেষে 'পাঠান' সেখানেও ইতিহাস তৈরি করছে। প্রায় ৫২ বছর বাদে কোনও হিন্দি ছবি মুক্তি পাচ্ছে ওপার বাংলায়। 

Around The Web

Trending News

You May like