রণক্ষেত্র বাংলাদেশ! কৌশানীর নায়ক শান্ত খানকে পিটিয়ে মারল উন্মত্ত জনতা!

ঢাকা:  অশান্তির আগুনে পুড়ছে বাংলাদেশ৷ প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। রক্তাক্ত ঢাকার রাজপথ৷ এর মাঝেই পদ্মাপাড় থেকে এল এক দুঃসংবাদ। বাংলাদেশের…

ঢাকা:  অশান্তির আগুনে পুড়ছে বাংলাদেশ৷ প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। রক্তাক্ত ঢাকার রাজপথ৷ এর মাঝেই পদ্মাপাড় থেকে এল এক দুঃসংবাদ। বাংলাদেশের চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম খান ও তাঁর ছেলে অভিনেতা শান্ত খানকে পিটিয়ে মারা হল। শাপলা মিডিয়ার কর্ণধারও ছিলেন সেলিম।

বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী, সোমবার অশান্তির মাঝেই সেলিম খান এবং তাঁর ছেলে শান্ত খান এলাকা ছেড়ে পালাচ্ছিলেন। বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজারের কাছে তাঁরা জনরোষের মধ্যে পড়েন৷ প্রাণ বাঁচাতে নিজেদের পিস্তল থেকে গুলি ছোড়েন তাঁরা৷ ফের বাগাড়া বাজারের কাছে জনতার রোষের মুখে পড়েন বাবা-ছেলে৷ সেখানেই পিটিয়ে মারা হয় দু’জনের। এক প্রত্যক্ষদর্শীর কথায়, মৃত্যুর পর তাঁদের রাস্তাতেই তাঁদের মৃতদেহ ফেলে পালায় অভিযুক্তরা।

বাংলাদেশে আওয়ামী লীগ সরকার থাকাকালীন চাঁদপুরের পদ্মা-মেঘনা নদী থেকে বেআইনিভাবে বালি উত্তোলনে নাম জড়িয়েছিল সেলিম খানের। অভিযোগ, সেই কারবার থেকেই কোটি টাকার মালিক হন তিনি বলে দাবি। এদিকে শান্ত খানের সঙ্গে যোগাযোগ ছিল টলিপাড়ার৷  কৌশানী মুখোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে তিনি কাজ করেছিলেন। ‘পিয়া রে’ ছবিতে শান্তর বিপরীতে ছিলেন কৌশানী। নায়কের মৃত্যুর খবরে স্তব্ধ কৌশানী।