করোনা আবহে নাট্যপ্রমীদের জন্য ডিজিটাল নাটক দেখার সুযোগ করে দিল ‘বালুরঘাট নাট্যকর্মী’

 মঞ্চস্থ নাটক অনলাইনে দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার  'বালুরঘাট নাট্যকর্মী'রএই  অভিনব উদ্যোগে নাট্যপ্রেমী দর্শকদের অভূতপূর্ব সাড়া মিলেছেে ।

নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট: করোনা আবহে বিভিন্ন ক্ষেত্রে শিল্পী ও কলাকুশলীদের পেশা সংক্রান্ত দিক থেকে যে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে তা অস্বীকার করার উপায় নেই। তবে এক্ষেত্রে আরও একটি উল্লেখযোগ্য সমস্যা হলো করোনা সতর্কতা বিধি মেনে শিল্পসত্ত্বার নিয়মিত চর্চা থেকেও নিজেদের দূরে সরিয়ে রাখার মত মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে এই শিল্পীদের। পাশাপাশি এই বিনোদন থেকে বঞ্চিত হচ্ছেন অগনিত দর্শক। অভিনয় জগতে আছেন যাঁরা বিশেষত নাটক, থিয়েটারের সঙ্গে যুক্ত শিল্পীদের অনেকেই আর্থিক সংস্থান হিসেবে অন্যান্য পেশায় যুক্ত থেকেও এই ক্ষেত্রগুলির সঙ্গে জুড়ে রয়েছেন শুধুমাত্র অভিনয় শিল্পকে ভালোবেসে। কিন্তু আনলক থ্রি পর্বেও নাটক বা থিয়েটার মঞ্চস্থ করার অনুমতি মেলেনি এখনও। তাই আক্ষেপের সুর বাংলায় নাটকের শহর নামে পরিচিত বালুরঘাট শহরের শিল্পীদের গলায়। একাঙ্ক নাটকের স্রষ্টা মন্মথ রায়ের বিচরণক্ষেত্র এই শহর থেকে প্রতিবছর কমবেশি ৫ থেকে ১০ টি নতুন নাটক উপহার পেয়ে থাকেন নাট্যপ্রেমীরা।  কিন্তু করোনার আবহে বিগত মার্চ মাস থেকে এই শহরে বন্ধ রয়েছে সমস্তরকম জনসমাগম। ফলে এই দীর্ঘ সময় ধরে বন্ধ রয়েছে নাটকের মঞ্চায়ন, এমনকি নাটকের নিয়মিত চর্চাও।। 

তাই স্বাভাবিক ভাবেই মন ভালো নেই শিল্পীদের পাশাপাশি নাট্যপ্রেমী দর্শকদেরও। তবে এই করোনা পরিস্থিতিতে অন্যান্য একাধিক ক্ষেত্রের মতো নাট্যশিল্পেও দিশা দেখিয়েছে অনলাইন প্ল্যাটফর্ম। যেখানে বলিউড থেকে টলিউডের সাম্প্রতিক একাধিক ছবি মুক্তি পেয়েছে এই অনলাইন প্ল্যাটফর্মেই। নিজেদের শিল্পীসত্ত্বাকে বন্দিদশা থেকে মুক্ত করতে এবং অগনিত দর্শকদের ঘরে বসেই নাটক দেখার সুযোগ করে দিতে এবার এই প্ল্যাটফর্মকেই বেছে নিয়েছে  বালুরঘাটের নাট্যদল “বালুরঘাট নাট্যকর্মী”। তাদের নতুন প্রযোজনা “প্রেমিকের মনোলগ”।  করোনা সচেতনতা বিধি মেনেই মঞ্চস্থ এই নাটক ডিজিটাল ফরম্যাটে পৌঁছে দেওয়া হল নাট্যপ্রেমী   দর্শকদের কাছে । নাট্যকার অভি চক্রবর্তী রচিত এবং বালুরঘাট নাট্যকর্মী প্রযোজিত এই নাটকটির  নির্দেশনায় ছিলেন অমিত সাহা। বালুরঘাটের শহরের চারজন প্রতিভাশালী যুব   অভিনেতা সুরজিৎ মন্ডল, সৌরভ রায়, সমীর সুত্রধর ও অরিজিৎ দত্ত তাদের অসাধারণ অভিনয় দক্ষতায় ফুটিয়ে তুলেছেন এই নাটকের মাধ্যমে। 

মঞ্চস্থ নাটক অনলাইনে দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার এই উদ্যোগে নাট্যপ্রেমী দর্শকদের অভূতপূর্ব সাড়া মিলেছে বলেই জানিয়েছেন তিনি। 'বালুরঘাট নাট্যকর্মীর' এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দর্শকরা।  সুতরাং সেই অর্থে নিজেদের সামাজিক মাধ্যমের পেজে এই নাটক দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার অভিনব উদ্যোগ  সফল বলেই  উল্লেখ করেছেন অমিত বাবু।  

করোনা মহামারীর দাপটে মানুষের গৃহবন্দি দশায় যখন বাইরে বেরিয়ে এইধরণের বিনোদনের কোনো উপায় নেই আর এমন সুযোগ কবে মিলবে তারও কোনো নিশ্চয়তা নেই, তখন ঘরে বসেই অনলাইনে এভাবে নতুন নতুন নাটক দেখার সুযোগ কেইবা হাতছাড়া করতে চাইবেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 6 =