টরন্টো চলচ্চিত্র উৎসবে জায়গা পেল আয়ুষ্মান খুরানা অভিনীত ‘বালা’

মুম্বই ও ওটাওয়া: টরন্টো লাভাজা ড্রাইভ ইন চলচ্চিত্র উৎসবে একমাত্র ভারতীয় ছবি হিসাবে জায়গা পেল আয়ুষ্মান খুরানা অভিনীত হিন্দি ছবি “বালা”। টুইট করে এই বার্তা দিলেন ছবির পরিচালক অমর কৌশিক।

 

মুম্বই ও ওটাওয়া: টরন্টো লাভাজা ড্রাইভ ইন চলচ্চিত্র উৎসবে একমাত্র ভারতীয় ছবি হিসাবে জায়গা পেল আয়ুষ্মান খুরানা অভিনীত হিন্দি ছবি “বালা”। টুইট করে এই বার্তা দিলেন ছবির পরিচালক অমর কৌশিক।

মেইনস্ট্রিম ঘরানার বাইরে পরিচিত অভিনেতা আয়ুষ্মান খুরানা এই ছবিতে 'বালা' চরিত্রে অভিনয় করেছেন। এই ছবি মূলত একজন মানুষের জীবন দর্শনের গল্প বলে। যিনি নিজের চুল উঠে যাওয়া নিয়ে সমস্যায় পড়েন। নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত সেই ব্যক্তি। সে কি আদৌ তার এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন? এই রকমই এক বাস্তববাদী ভাবনাকে তুলে ধরা হয়েছে ছবিতে। আয়ুষ্মান খুরানার পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন ভূমি পেডনেকর, ইয়ামি গৌতম, সৌরভ শুক্লা, জাভেদ জাফরি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অন্যরা।

ছবির পরিচালক অমর কৌশিক টুইটারে এই বার্তা ঘোষণার পাশাপাশি তিনি জানান, “বর্তমানে লকডাউন পরবর্তী সময়ে এই ধরনের চলচ্চিত্র উৎসবের খুব দরকার আছে। একমাত্র ভারতীয় ছবি হিসাবে টরন্টো চলচ্চিত্র উৎসবে 'বালা' জায়গা পাওয়ায় আমি গর্ববোধ করছি।” পরিচালকের কথায়, এই ছবির শেষে এক 'হ্যাপি এন্ডিং' যেমন আছে, তেমনই এক গভীর জীবন বোধের সুন্দর বার্তা দেওয়া হয়েছে। প্রত্যেকেই এই ছবি দেখতে পারেন।

ছবিটি করোনা আবহের আগেই ২০১৯ এর ৭ নভেম্বর ভারতে মুক্তি পেয়েছিল। ছবিটির বাজেট ছিল ২৫ কোটি টাকা, বক্স অফিসে এই ছবি ১৭১ কোটি টাকার ব্যবসা করে। আইএমডিবিতে এই ছবি ১০-এর মধ্যে ৭.৪ রেটিং পেয়েছে। বর্তমানে এই ছবি ডিজনি প্লাস হটস্টারে বিনামূল্যে দেখা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 1 =