তিন প্রজন্মের ছবি দেখিয়ে আবেগে ভাসলেন বচ্চন

মুম্বই : একই ফ্রেমে তিন প্রজন্ম৷ নিজের অফিসিয়াল টুইটার পেজে ছবি শেয়ার করলেন বচ্চন৷ লিখলেন, প্রজন্মের পর প্রজন্ম, জীবনের প্রজন্ম৷ বাবা হরিবংশ রাই বচ্চনের কোলে বিগবি৷ তাঁর কোলে ছেলে অভিষেক৷ অভিষেকের কোলে আবার ছোট্ট আরাধ্যা৷ সঙ্গে সুন্দর কোলাজ৷ ছবিটি পোস্ট হতেই বাদশার অসংখ্য ভক্ত তাঁদের সংগ্রহে থাকা বিভিন্ন ছবিও রিট্যুইট করেন৷ তার তার জেরেই নতুন

তিন প্রজন্মের ছবি দেখিয়ে আবেগে ভাসলেন বচ্চন

মুম্বই : একই ফ্রেমে তিন প্রজন্ম৷ নিজের অফিসিয়াল টুইটার পেজে ছবি শেয়ার করলেন বচ্চন৷ লিখলেন, প্রজন্মের পর প্রজন্ম, জীবনের প্রজন্ম৷

বাবা হরিবংশ রাই বচ্চনের কোলে বিগবি৷ তাঁর কোলে ছেলে অভিষেক৷ অভিষেকের কোলে আবার ছোট্ট আরাধ্যা৷ সঙ্গে সুন্দর কোলাজ৷ ছবিটি পোস্ট হতেই বাদশার অসংখ্য ভক্ত তাঁদের সংগ্রহে থাকা বিভিন্ন ছবিও রিট্যুইট করেন৷ তার তার জেরেই নতুন করে অনেক পুরোনো ছবি পেয়ে যান বিগ বি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =