‘বাহুবলী’র পরিবারে করোনার থাবা, আক্রান্ত পরিচালক রাজামৌলি

মুম্বই: বচ্চন পরিবারের পর করোনায় এবার থাবা বসিয়েছে রাজামৌলি পরিবারে। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত খোদ বাহুবলীর পরিচালক এস এস রাজামৌলি। বুধবার টুইটারে এই খবর জানিয়েছেন পরিচালক। তবে পরিচালক একা নন। করোনায় আক্রান্ত তাঁর পরিবারের সদস্যরাও।

 

মুম্বই: বচ্চন পরিবারের পর করোনায় এবার থাবা বসিয়েছে রাজামৌলি পরিবারে। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত খোদ বাহুবলীর পরিচালক এস এস রাজামৌলি। বুধবার টুইটারে এই খবর জানিয়েছেন পরিচালক। তবে পরিচালক একা নন। করোনায় আক্রান্ত তাঁর পরিবারের সদস্যরাও।

টুইটারে পরিচালক লিখেছেন, তিনি এবং তাঁর পরিবারের সদস্যরা বেশ কিছুদিন থেকেই অসুস্থ বোধ করছিলেন। তাঁদের হালকা জ্বর জ্বর ভাও ছিল। তাই অযথা সময় নষ্ট না করে তাঁরা করোনা পরীক্ষা করান। পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। চিকিৎসকের পরামর্শ মেনে তাঁরা সবাই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। পরিচালকের এই টুইটের পরই সোশ্যাল মিডিয়া তাঁর কুশলবার্তা জিজ্ঞাসা করে হাজার পোস্টে ভরে যায়। রাজামৌলি ও তাঁর পরিরাবের দ্রুত আরোগ্য কামনা করেন অনুরাগীরা। নেটদুনিয়ায় প্রার্থনার বন্যা বয়ে যায়। এরপরই ভক্তদের প্রশ্নের উত্তরে আরও একটি টুইট করেন পরিচালক। অনুরাগীদের আশ্বস্ত করে তিনি জানান, “তাঁরা সকলেই এখন ভাল আছেন। সমস্তরকম সাবধানতা অবলম্বন করছেন তাঁরা। এখন শুধু শরীরে অ্যান্টিবডি তৈরি হওয়ার অপেক্ষা। যাতে এরপর তাঁরা প্লাজমা দিতে পারেন। যা অন্যদের উপকারে লাগতে পারে।