Aajbikel

ট্রান্সজেন্ডারের প্রেমে আয়ুষ্মান!

 | 
পুলিশ অফিসারের চরিত্রে এবার গণতান্ত্রের পাঠ দিলেন আয়ুষ্মান

মুম্বই: আয়ুষ্মান খুরানা মানেই নতুন কিছু। এবার ট্রান্সজেন্ডার নারী নিয়ে ছবিতে অভিনয় করেছেন তিনি৷ ভারতে এই ঘরানার ছবি এর আগে হয়নি।


সম্প্রতি আয়ুষ্মানের নতুন সিনেমা ‘চণ্ডীগড় করে আশিকি’র ট্রেলার মুক্তি পেয়েছে৷ আর মুক্তি পেতেই চমক বেরিয়ে আসছে। ছবির মাধ্যমে সমাজকে বার্তা দেওয়া রীতি বরাবরই দেখা যায় আয়ুষ্মান খুরানার সিনেমায়। এবারও সেরকমই দেখা গিয়েছে তাঁর মুক্তি পাওয়া ছবির ট্রেলারে৷ এই ছবিতে একজন ট্রান্সজেন্ডারের গল্প দেখানো হয়েছে৷ ছবিতে ট্রান্সজেন্ডার নারীর ভূমিকায় দেখা যাবে ‘বেফিকরে’ খ্যাত অভিনেত্রী বাণী কাপুরকে। এই প্রথম পর্দায় একসঙ্গে জুটি বাঁধলেন তাঁরা৷ জুম্বা ট্রেইনার বাণী একসময় ফিটনেস ফ্রিক ও জিম ট্রেইনার আয়ুষ্মানের প্রেমে পড়েন। তবে সম্পর্ক কিছুদূর গড়াতেই বাণী নিজের জেন্ডার সম্পর্কে স্পষ্ট করে জানিয়ে দেন৷ এরপর কী হবে? বাণী জন্ম থেকেই নারী ছিলেন না জেনেও সম্পর্কে থাকবেন আয়ুষ্মান? 


সব প্রশ্নের উত্তর জানা যাবে আগামী ১০ ডিসেম্বর। ওই দিনই মুক্তি পাবে ‘কেদারনাথ’ খ্যাত পরিচালক অভিষেক কাপুরের পরিচালিত ‘চণ্ডীগড় করে আশিকি’। ছবির গল্পের লেখক সুপ্রতীক সেন ও তুষার পরঞ্জপ। ট্রেলার প্রকাশের পর ছবি নিয়ে দর্শকদের বেশ আগ্রহ তৈরি হয়েছে৷ মুক্তির পর ট্রেলারটি কোটির বেশি মানুষ দেখে ফেলেছেন।

Around The Web

Trending News

You May like