তরুণীদের হৃদয় কাঁপিয়ে এক ফ্রেম শ্রীসন্থ-অসীম, তোলপাড় নেটদুনিয়া

তরুণীদের হৃদয় কাঁপিয়ে এক ফ্রেম শ্রীসন্থ-অসীম, তোলপাড় নেটদুনিয়া

নয়াদিল্লি: একই ফ্রেমে ধরা পড়লেন জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বসে’র দুই সিজনের দুই হেভিওয়েট প্রতিযোগী৷ লেন্সবন্দি হলেন ‘বিগ বস-১২’ র ফাইনালিস্ট প্রাক্তন ক্রিকেটার শ্রীসান্থ ও ‘বিগ বস-১৩’র প্রতিযোগী অসীম রাইজ৷

কাকতালীয়ভাবে এই দুই প্রতিযোগীই ছিলেন ‘বিগ বসে’র দুই সিজনের দুই রানারআপ৷ গত বছর ‘বিগ বসে’র খেতাব ছিনিয়ে নেন দিপীকা কাক্কর৷ বিগ বস-১৩ সিজনে জয়ী হন সিদ্ধার্থ শুক্লা৷ জয়ী না হলেও দু’সিজনে বেশ জনপ্রিয় ছিলেন এই দুই প্রতিযোগী৷

এদিন একটি জিমে একসঙ্গে দেখা গেল তাঁদের৷ পেশাদার ফটোগ্রাফারের ক্যামেরায় ধরা পরার পরই তাঁদের এই ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়৷ ইন্সটাগ্রাম থেকে ছবিটি ছড়িয়ে পরে তাঁদের ফ্যানেদের পেজে৷

বিগ বস-এর পর অসীম আপাতত ব্যস্ত রয়েছেন একটি ড্যান্স শো নিয়ে৷ যেখানে জ্যাকলিন ফর্নান্ডেজের সঙ্গে পা মেলাতে দেখা যাবে তাঁকে৷ এই ডান্স শো নিয়ে উচ্ছ্বসিত তাঁর ভক্তকূল৷ রুপোলি পর্দায় তাঁকে কবে দেখা যাবে সেই আশাতেই দিন গুনছে অসীম ফ্যানক্লাব৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =