মুম্বই: সুশান্ত সিং রাজপুত চলে যাওয়ার প্রায় তিন মাস কেটে গিয়েছে। তবে বলিউড জুড়ে যে বিতর্ক তাঁর মৃত্যুতে তৈরি হয়েছিল তা এখনও থিতিয়ে যায়নি। বহিরাগতদের জন্য একটি কঠিন পরিবেশ হওয়ার জন্য অনেকে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে দুষেছেন। অভিনেত্রী অসীমা বর্ধন এই দৃষ্টিভঙ্গিকে সমর্থন করেন এবং তিনিও কীভাবে এর মুখোমুখি হয়েছেন তা জানিয়েছেন।
‘দেব ডিডি’ এবং ‘অভয় ২’-এর মতো ওটিটি সিরিজের অভিনেত্রী অসীমা বলেন, “এটি বলিউডের নতুনদের, বিশেষত আমার মতো বহিরাগতদের জন্য খুব নিরুৎসাহজনক। দু’বার আমি বড় চলচ্চিত্র, বড় তারকা কাস্ট এবং বড় পরিচালক এবং বড় ব্যানার জন্য নির্বাচিত হয়েছিলাম। আমি আমার অডিশন দিয়েছিলাম, লুক টেস্টটি হয়েছিল এবং তারপরে সবকিছু চূড়ান্ত হয়েছিল। তবে তারা আর আমাকে ছবিতে সাইন করতে ডাকেনি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি দুই সপ্তাহ পরে জানতে পেরেছিলাম যে আমার প্রতিস্থাপন করা হয়েছে এবং একজন স্টারকিডকে চলচ্চিত্রের প্রধান মহিলা চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছে।”
আরও পড়ুন: বোধন শেষে বাংলার আকাশজুড়ে উঠবে ‘ব্লু মুন’! এ কীসের ইঙ্গিত?
অভিনেতা জানিয়েছেন যে এই দুটি ঘটনার রেশ কাটিয়ে উঠতে তাঁর সময় লেগেছে। এমনকি এটি এক পর্যায়ে তিনি তাঁর প্রতিভার প্রতিও সন্দিহান হয়েছিলেন। “শুধু আমার পদবী ভাট বা কাপুর নয় বলেই আমাকে ফিল্মে প্রতিস্থাপন করা হয়েছে। সে কারণেই আমি সুযোগ পেলাম না।” ক্ষোভ প্রকাশ করেছেন অসীমা। তবে তিনি হতাশাকে প্রশ্রয় দেননি। বরং সেখান থেকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে চলচ্চিত্র জগৎ কীভাবে কাজ করে। তিনি বলেন, “হ্যাঁ, এটি ঘটেছে তবে এর অর্থ এই নয় যে আমি একজন খারাপ অভিনেতা। আমি নিজেকে ঠিক রাখি। আমি আমার সমস্ত বন্ধুকে এটি বলি যে আপনি নিজেকে প্রেরণা বজায় রাখতে হবে। এর বাইরে আর কোনও উপায় নেই। আমরা জানি যে হায়ারার্কি রয়েছে এবং ওদের সন্তানরা এগিয়ে যাবেই। আমরা তাদের প্রতিযোগী হতে পারি না। তবে আমাদের নিজের জায়গা খুঁজে পেতে হবে। নেপোটিজম বিদ্যমান। এবং আপনাকে এটির সঙ্গেই মানিয়ে চলতে হবে।”