বিনোদনের দুনিয়ায় ফের দুঃসংবাদ, প্রয়াত টেলিভিশন অভিনেতা আশিস রায়

মুম্বই: কিডনিজনিত অসুস্থতার কারণে প্রয়াত হলেন অভিনেতা আশিস রায়। নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কিডনিতে জল জমার কারণে অভিনেতাকে জুহু হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর ডায়ালাইসিসও করা হয়।

মুম্বই: কিডনিজনিত অসুস্থতার কারণে প্রয়াত হলেন অভিনেতা আশিস রায়। নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কিডনিতে জল জমার কারণে অভিনেতাকে জুহু হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর ডায়ালাইসিসও করা হয়।

জানা গিয়েছে, যোগেশ্বরীর পাটালিপুত্র ভবনের নিরাপত্তারক্ষীরা বলেন, আশিস গতকাল ভোর ৩টে ৪৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর পরিচারক একথা বলেন। জানান আশিসের কিছু সমস্যা দেখা দেয় এবং তিনি প্রয়াত হন। তাঁর স্বাস্থ্য নিয়ে সমস্যা তো চলছিলই। কিন্তু তিনি গতকাল অনেকটাই সুস্থ ছিলেন বলে জানান পরিচারক। আজ তাঁর ডায়ালিসিসও হওয়ার কথা ছিল। মঙ্গলবার সন্ধ্যার দিকে তাঁর শেষকৃত্য হওয়ার কথা।

এর আগে আশিস রায় প্যারালাইসিস আক্রান্ত হন। এর পরে ২০১৯ সালের জানুয়ারিতে এই রোগের কারণে হাসপাতালে ভর্তি হন তিনি। লেখক-প্রযোজক ভিন্ত নন্দ তাঁর ফেসবুক পেজে এই খবরটি শেয়ার করেছিলেন। তার আগে ২০১৮ সালের আগস্টে আশিস তাঁর মস্তিষ্কে রক্ত ​​জমাট বাঁধার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিল এবং তার জন্য অস্ত্রোপচার করা হয়েছিল। মে মাসে আশিস আইসিইউতে ছিলেন। অভিনেতা তাঁর ফেসবুকে জানান যে তিনি ভাল নেই এবং তাঁর জরুরি আর্থিক সহায়তার প্রয়োজন রয়েছে। ১৭ মে, দুপুর দেড়টা নাগাদ অভিনেতা লেখেন, “আমি আইসিইউয়ে রয়েছি। খুব অসুস্থ। ডায়ালিসিস চলছে।” মধ্যরাতের দিকে, অভিনেতা আর্থিক সহায়তার জন্য জিজ্ঞাসা করে আরও একটি পোস্ট শেয়ার করেন। তিনি লিখেছেন, “ডায়ালিসিসের জন্য আপনাদের সাহায্য দরকার।”

আশিস রায় ‘সসুরাল সিমর কা’, ‘জেনি অর জুজু’, ‘তু মেরে আগল বাগল হ্যায়’, ‘বা বহু অর বেবি’র মতো সিরিয়ালে তাঁর অভিনয় দক্ষতার জন্য পরিচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *