কৌন বনেগা ক্রোড়পতির সঞ্চালনার দায়িত্বে এবার সৌরভ?

কৌন বনেগা ক্রোড়পতির সঞ্চালনার দায়িত্বে এবার সৌরভ?

মুম্বই: ডান্স বাংলা ডান্সের পর এবার কৌন বনেগা ক্রোড়পতির সঞ্চালনার দায়িত্ব পরিবর্তন নিয়ে নেট পাড়ায় শোরগোল পড়ে গিয়েছে৷ অমিতাভ বচ্চনের পরিবর্তে নাকি কৌন বনেগা ক্রোড়পতির সঞ্চালনার দায়িত্বে এবার সৌরভ গঙ্গোপাধ্যায়কে! বৃহস্পতিবার শো যে চ্যানেলে চলে, তাদের শেয়ার করা একটি ইনস্টাগ্রাম ভিডিও দেখে এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেটাগরিকদের মনে৷ যদিও নেটাগরিকরা নিজেদের প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন৷ মাত্র একটি এপিসোড সঞ্চালনা করবেন দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়৷

চ্যানেলের প্রোমোতে দেখা গিয়েছে, এই বিশেষ পর্বে হট সিটে বসেছেন অমিতাভ, সঞ্চালনা করছেন সৌরভ এবং লাইফলাইন হিসেবে রয়েছেন বীরেন্দ্র সেহবাগ। সেখানে দুই ক্রিকেট তারকার হাসি মজা এবং হট সিটে অমিতাভ বচ্চনকে প্রশ্নবাণে জর্জরিত করার দারুণ মুহূর্ত শেয়ার করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, সৌরভকে সেহবাগ গ্রেগ চ্যাপেলের কথাও মনে করিয়ে দিচ্ছেন।

প্রোমোতে দেখা গিয়েছে, সৌরভ অমিতাভকে বলছেন, বীরেন্দ্র সেহবাগই আপনার একমাত্র লাইফলাইন৷ সেসময় বিগ বি বলছেন, ‘বীরুজি আমাকে উত্তর বলে দেবেন’। তখনই সৌরভ হুঁশিয়ারি দিয়ে ওঁকে একদম বিশ্বাস না করার পরামর্শ দেন৷ অমিতাভ তখন সৌরভকে বলছেন, ‘দাদা আমার উপর দয়া করুন, এবার বুঝতে পারছি হট সিটে যে বসে তাঁর কী অবস্থা হয়।’ অমিতাভের কথা শুনে সৌরভ ও সেহবাগকে সেখানে হেসেই গড়াগড়ি খেতে দেখা গিয়েছে।
২০০০ সাল থেকে হিন্দি টেলিভিশনের জনপ্রিয় শো কৌন বনেগা ক্রোড়পতির সঞ্চালনার দায়িত্ব পালন করে চলেছেন বলিউডের শাহেনশা। শুধু তৃতীয় সিজনে এক বছর শাহরুখ খান সঞ্চালনা করেছিলেন এই শোটি। এই খেলায় প্রতিযোগীদের প্রশ্নের উত্তর দিয়ে ১ কোটি এবং পরে জ্যাকপট প্রশ্নে ৭ কোটি টাকা পর্যন্ত জেতার সুযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − ten =