মুম্বই: মাদক কাণ্ডে ধরা পড়ার পর এখনও জামিন মেলেনি শাহরুখ পুত্র আরিয়ান খানের। আগামী বুধবার পর্যন্ত তাকে আপাতত জেলেই থাকতে হবে। সেখানে এই মুহূর্ত পর্যন্ত বাড়ির পোশাক পরতে পারলেও বাড়ির খাবার খেতে পারছে না সে। নিয়ম অনুযায়ী, বাড়ি থেকে ৪ হাজার ৫০০ টাকা মানি অর্ডার আসছে তার। সেই দিয়েই চলতে হচ্ছে আরিয়ানকে। গত কয়েক দিনের মধ্যেই আরিয়ানের একটা নতুন পরিচয় হয়ে গিয়েছে। এতদিন তাকে সবাই ‘শাহরুখ কা লাড়কা’ হলেই চিনত। এখন তার পরিচয় ‘কয়েদি নম্বর ৯৫৬’।
‘ভির জারা’ ছবিতে পাকিস্তানের জেলে বন্দি হয়ে অভিনয় করেছিলেন শাহরুখ খান৷ সেই সময় তাঁর মুখে একটি ডায়লগ ছিল, ‘ম্যায় কয়েদি নম্বর ৭৮৬…’ ৷ যা খুবই জনপ্রিয় হয়৷ কিন্তু তখন হয়তো কেউ ভাবতেও পারেননি কিছু বছর পর তাঁর ছেলের সত্যিকারের পরিচয় হবে এইভাবে, ‘কয়েদি নম্বর ৯৫৬’৷ আর্থার রোড জেলের চার দেওয়ালে এইভাবেই দিন কাটাতে হচ্ছে ২৩ বছরের তারকা পুত্রকে। জানা গিয়েছে, করোনার কারণে জেল বন্দিরা বাইরের লোকের সঙ্গে দেখা করতে পারছে না, তাই মাসে ২-৩ বার ভিডিও কলের অনুমতি দেওয়া হয়েছে। শোনা গিয়েছে, ভিডিও কলেই মায়ের সঙ্গে কথা বলে কেঁদে ভাসিয়েছেন আরিয়ান।
জেল সূত্রে খবর, জেলের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে বেশ সমস্যাই হচ্ছে আরিয়ানের৷ তাঁর চোখে মুখে হতাশার ছাপ৷ জানা গিয়েছে নিরাপত্তার কারণে আপাতত মাদক মামলায় ধৃতদের পৃথক ব্যারাকেই রাখা হয়েছে৷ করোনা আবহে জেলে প্রবেশের পর কয়েদিদের নিভৃতবাসে রাখার ব্যবস্থা রয়েছে৷ বুধবার পর্যন্ত সেখানেই ছিলেন আরিয়ান ও তাঁর সঙ্গীরা৷ তাঁদের করোনা রিপোর্ট নেগেটিভ আসার পর বুধবার সেখান থেকে তাঁদের সরিয়ে আনা হয়েছে৷