জামিন হয়েছে গতকাল তবু আজও বাড়ি ফেরা হচ্ছে না আরিয়ানের

জামিন হয়েছে গতকাল তবু আজও বাড়ি ফেরা হচ্ছে না আরিয়ানের

মুম্বই: মাদক কাণ্ডে গ্রেফতার হওয়ার পর অবশেষে গত কাল জামিন পেয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান খান। কিন্তু দুঃখের ব্যাপার, আজ রাতেও জেলে থাকতে হবে তাকে। কারণ জামিন মিললেও আইনি নথিপত্রের প্রক্রিয়া সঠিক সময়ে সম্পন্ন না হওয়ার কারণে বাড়ি ফিরতে পারবেন না তিনি। এই খবরে শতশত অনুরাগীর আশাভঙ্গ হয়েছে তা বলাই বাহুল্য। 

জামিন হয়ে যাওয়ার পর বোম্বে হাইকোর্ট আরিয়ান খানের জন্য একাধিক শর্ত আরোপ করেছে। তার মধ্যে ছিল এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড। সেই প্রক্রিয়া আদালতের নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন না হওয়ায় আজ রাতেও জেলে থাকতে হচ্ছে আরিয়ান খানকে। মনে করা হচ্ছে আগামীকাল অর্থাৎ শনিবার জেল থেকে মুক্ত হতে পারেন তিনি। শোনা গিয়েছিল, আরিয়ান খানের জামিনদার হয়েছেন শাহরুখ খানের পরম বন্ধু তথা অভিনেত্রী জুহি চাওলা। নির্দিষ্ট সময়ে মতোই তারা পৌঁছে গিয়েছিলেন বলে জানা গিয়েছিল কিন্তু, আদালতের নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন হয়নি। আইনি কাগজ এসে পৌঁছতে দেরি হওয়ায় আজ আদালতে কাজ শেষ করা যায়নি। উল্লেখ্য ব্যক্তিগত বন্ড ছাড়াও একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে আরিয়ান খানের উপর। 

আদালত জানিয়েছে, আরিয়ান বিদেশ ভ্রমণ করতে পারবে না এখন। পাসপোর্ট জমা রাখতে হবে তাকে। একই সঙ্গে, নির্দিষ্ট সময় মতো মামলায় সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে আরিয়ান খানকে। দেশের মধ্যে কোথাও ঘুরতে গেলে আগে থেকে জানাতে হবে তাকে। প্রত্যেকটি নির্দেশ কঠোর ভাবে পালন করতে হবে আরিয়ানকে না হলে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে। তবে আপাতত স্বস্তি পেয়েছে বলিউডের খান পরিবার। দিওয়ালির আগে আলোয় জ্বলজ্বল করবে ‘মন্নত’। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + nineteen =