মুম্বই: উপযুক্ত তথ্য-প্রমাণ নেই। আর তাই প্রায় এক বছর ধরে তদন্ত চলার পর অবশেষে স্বস্তিতে শাহরুখের পরিবার। শুক্রবার মাদক মামলায় শাহরুখপুত্র আরিয়ান খানকে বেকসুর খালাস ঘোষণা করল আদালত। জানা যাচ্ছে, শাহরুখপুত্র আরিয়ানের বিরুদ্ধে উপযুক্ত তথ্য-প্রমাণ সংগ্রহ করতে পারেনি NCB তথা নারকটিক কন্ট্রোল বিউরো। আর তাই তথ্য-প্রমাণের অভাবেই শাহরুখপুত্র আরিয়ানকে বেকসুর খালাস ঘোষণা করা হয়েছে।
আদালত সূত্রে খবর, NCB এই মাদক কাণ্ড সম্পর্কিত একটি ৬ হাজার পাতার চার্জশিট আদালতে জমা দিয়েছে। যেখানে মোট ১৪ জন অভিযুক্তের নাম রয়েছে যাদের অধিকাংশকেই ২০২১ সালে মুম্বাইয়ের ওই ক্রুজ পার্টি থেকে গ্রেফতার করা হয়। তবে সেখানে নাম নেই আরিয়ান খানের। তদন্তে তাঁর বিরুদ্ধে জোরালো কোনও তথ্যপ্রমাণ জোগাড় করতে পারেনি এনসিবি। আর তাই তাঁকে এই মামলা থেকে মুক্তি দিল আদালত।
উল্লেখ্য ২০২১ সালের অক্টোবর মাসে মুম্বইয়ের একটি ক্রুজ পার্টিতে মাদক নেওয়ার অপরাধে গ্রেফতার করা হয় শাহরুখপুত্র আরিয়ান খানকে। পুলিশি তদন্তে জানা যায়, বহু মাদক ডিস্ট্রিবিউটারের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ রয়েছে শাহরুখপুত্রের। কিন্তু পরবর্তীতে সেই ব্যাপারে কোনও জোরালো প্রমাণ খুঁজে পাইনি এই তদন্তকারী সংস্থা। অন্যদিকে মাদক মামলায় প্রায় তিন সপ্তাহের বেশি সময় ধরে জেলে থাকার পর অবশেষে ২০২১ সালের নভেম্বর মাসে আরিয়ান খানের জামিন মঞ্জুর করে আদালত।
অন্যদিকে জানা যাচ্ছে এই সংস্থা আদালতে পেশ করা চার্জশিটে আরও নতুন বেশ কয়েকজনের নাম নথিভুক্ত করেছে। ওই চার্জশিটের অন্যতম অভিযুক্ত হিসেবে নাম রয়েছে ক্রুজ পার্টির ৪ আয়োজকের। তবে যথেষ্ট তথ্য-প্রমাণ না থাকার কারণে চার্জশিট থেকে আরিয়ানসহ মোট ছয়জনের নাম সরিয়ে দেওয়া হয়েছে বলে খবর। বাকি ১৪ জনের বিরুদ্ধে বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের হয়েছে। আপাতত এই চৌদ্দজন অভিযুক্তর উপরে তদন্ত চালাবে NCB।