সলমনের নায়িকার বিরুদ্ধে কলকাতায় গ্রেফতারি পরোয়ানা জারি, কী ঘটেছে

সলমনের নায়িকার বিরুদ্ধে কলকাতায় গ্রেফতারি পরোয়ানা জারি, কী ঘটেছে

zareen khan

কলকাতা: জারিন খান। বলিউডের ভাইজান সলমন খানের বিপরীতে ডেবিউ করেছিলেন তিনি। এখনও পর্যন্ত তাঁকে লোকে এইভাবেই মনে রেখেছে। কারণ বলিপাড়ায় খুব একটা সাফল্য তিনি পাননি। কিন্তু এখন সম্পূর্ণ অযাচিত কারণে সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিনি। কলকাতায় জারিন খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। কিন্তু কী এমন ঘটেছে?

সলমনের নায়িকার বিরুদ্ধে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার অভিযোগ, প্রায় ১২ লক্ষ টাকা অগ্রিম নিয়েও কলকাতায় অনুষ্ঠানে আসেননি অভিনেত্রী। সংস্থার দাবি, অনুষ্ঠান করতে না আসা সত্ত্বেও ওই টাকা ফেরত দেননি তিনি বা তাঁর এজেন্ট। এই কারণে শিয়ালদহ আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে অভিনেত্রীর বিরুদ্ধে। তবে জানা গিয়েছে, ঘটনাটি ২০১৮ সালের। তাই এত পরে কেন এমন পদক্ষেপ নেওয়া হল, সে নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। অন্যদিকে, এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন নায়িকা নিজে। তাঁর কথায়, এর কোনও সত্যতা নেই। আইনজীবীর সঙ্গে কথা বলে তিনি পরবর্তী পদক্ষেপ নেবেন। 

তবে অভিযোগকারী সংস্থার দাবি, ২০১৮ সালে কলকাতা ও উত্তর ২৪ পরগনার বিভিন্ন পুজোমণ্ডপ উদ্বোধন-সহ ছ’টি অনুষ্ঠানে আসার কথা ছিল জারিন খানের। কিন্তু শেষ মুহূর্তে কিছু কারণবশত তিনি আসেননি। এরপর অগ্রিম নেওয়া ১২ লক্ষ টাকাও তিনি ফেরৎ দেননি।    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − eight =